১ রিয়াল কত টাকা ?

১ রিয়াল কত টাকা অথবা ১ রিয়াল সমান কত টাকা এ বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।

এমনিতে আজকাল প্রায় প্রত্যেকেই বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশের মুদ্রার সম্পর্ক জেনে নিতে চান।

যেমন, বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ভারতের মুদ্রার নাম রুপি, যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম মার্কিন ডলার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল ইত্যাদি।

আমরা জানি, বাংলাদেশের অনেক প্রবাসি রয়েছে যারা বিদেশে থাকেন। সৌদি আরব, কাতার, আমেরিকা এসব দেশে বাংলাদেশের অনেক নাগরিক কাজ করছেন।

তারা সেসব দেশে যে অর্থ উপার্জন করেন সেগুলো বাংলাদেশে পাঠানোর সময় বাংলাদেশি টাকায় রুপান্তর হয়ে যায়। এজন্য প্রবাসীরা থেকে শুরু করে অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশী টাকার রেট জানতে চান।

তাই আপনি যদি এই প্রশ্নের জেনে নিতে চাচ্ছেন যে, ১ রিয়াল কত টাকা তাহলে নিচে এর উত্তর আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিব। সেই সাথে রিয়াল এবং টাকার সাথে জড়িত সব বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা দিয়ে দিব।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, ১ রিয়াল সমান কত টাকা?

১ রিয়াল কত টাকা ? (Rial to Bangladeshi Taka)

১ রিয়াল কত টাকা

এমনিতে রিয়াল এর কথা বললে আমরা সৌদি আরবের মুদ্রাকেই বুঝিয়ে থাকি।

কিন্তু শুধু সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল নয়। এছাড়াও আরও কয়েকটি দেশের মুদ্রা রিয়াল নামে পরিচিত।

তাই চলুন জেনে নিই, কোন কোন দেশের মুদ্রার নাম রিয়াল এবং কোন দেশের রিয়াল সমান বাংলাদেশী কত টাকা?

রিয়াল কোন কোন দেশের মুদ্রার নাম ?

রিয়াল কয়েক ধরনের হতে পারে। যেমন,

  • সৌদি রিয়াল (Saudi Rial)
  • ইরানিয়ান রিয়াল (Iranian Rial)
  • ইয়েমেনি রিয়াল (Yemeni Rial)
  • ওমানি রিয়াল (Omani Rial)
  • কম্বোডিয়ান রিয়েল (Combodian Rial)
  • কাতারি রিয়াল (Qatari Rial)
  • ব্রাজিলিয়ান রিয়েল (Brazilian Rial)

তাহলে আমরা জানলাম, রিয়াল বলতে শুধু সৌদি রিয়ালকে বোঝায় না। এর সাথে, ওমান, ইয়েমেন, কাতার, ইরান এসব দেশের মুদ্রার নামও রিয়াল।

এখন নিচে আমরা জানবো, কোন দেশের রিয়ালের সাথে বাংলাদেশী টাকার রেট কত?

১ রিয়াল সমান কত টাকা ?

আমরা সাধারণত জানি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক মার্কিন ডলার সমান বাংলাদেশী টাকার ৮৪ টাকা।

কিন্তু ১ ডলার সমান ৮৪ টাকা সব সময় নাও হতে পারে। কেননা ডলার থেকে টাকার রেট সব সময়ের জন্য একই থাকে না।

বিভিন্ন সময়ে এক মার্কিন ডলার সমান বাংলাদেশী টাকায় ৮৪ টাকা না হয়ে এর বেশি অথবা কমও হতে পারে।

একইভাবে, রিয়ালের বেলায়ও, ১ সৌদি রিয়াল সমান কত টাকা হবে, এর পরিমাণ সব সময় একই থাকে না।

তাই নিচে আমি আপনাদের জানানোর জন্য, বর্তমানে যে রিয়াল থেকে টাকার রেট রয়েছে, সে অনুযায়ী আপনাদের নিচে হিসাব গুলো জানিয়ে দিব।

তাছাড়া, কোন দিন ১ রিয়াল সমান কত বাংলাদেশী টাকা, এটা আপনি নিজেই দেখে নিতে পারেন। এটা কিভাবে দেখতে হয় এ বিষয়েও নিচে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব।

১ কাতারি রিয়াল = কত টাকা (Qatari Rial to Bangladeshi Taka Rate)

১ কাতারি রিয়াল কত টাকা

উপরে উল্লেখিত সব ধরনের রিয়ালের মধ্যে বাংলাদেশি টাকার ক্ষেত্রে কাতারি রিয়ালের মান সবচেয়ে বেশি।

বর্তমানে ১ কাতারি রিয়াল সমান বাংলাদেশের ২৩.৭৪ টাকা

(1 Qatari Rial Equal 23.74 BDT)

বাংলাদেশী টাকাকে যেমন সংক্ষেপে BDT বলা হয়, তেমনি কাতারি রিয়ালকে সংক্ষেপে QAR বলা হয়।

তাহলে 100 QAR Equal 2374 BDT.

১ সৌদি রিয়াল = কত টাকা (Saudi Rial to Bangladeshi Taka Rate)

১ সৌদি রিয়াল কত টাকা

কাতারি রিয়াল এবং সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশি টাকার ক্ষেত্রে প্রায় একই।

১ সৌদি রিয়াল = ২৩.০৪ টাকা। (1 Saudi Riyal Equal 23.04 Taka)

Saudi Riyal কে সংক্ষেপে SAR বলা হয়। 1 SAR = 23.04 BDT

তাহলে 100 SAR Equal 2304 BDT.

১ ওমানি রিয়াল = কত টাকা (Omani Riyal to Bangladeshi Taka)

১ ওমানি রিয়াল কত টাকা

১ ওমানি রিয়াল সমান ২২৪.৫২ টাকা

Omani Rial কে সংক্ষেপে OMR বলা হয়।

তাহলে ১০০ ওমানি রিয়াল = ২২৪৫২ টাকা।

তাহলে আমরা উপরে জানলাম, কোন রিয়ালের মান কেমন।

এখন চলুন জেনে নিই, কিভাবে যেকোন দেশের মুদ্রা থেকে যেকোন দেশের মূদ্রার বর্তমান রেট (recent rate) দেখবেন।

যেকোন দেশের মুদ্রা থেকে যেকোন দেশের মুদ্রার রেট জানার প্রক্রিয়াটি অনেক সহজ।

আমরা গুগলের মাধ্যমে প্রতিদিনের মুদ্রার রেট সহজেই জেনে নিতে পারি।

সৌদি, কাতার এবং ওমান রিয়াল রেট বাংলাদেশী টাকায় কত এটা কিভাবে দেখবেন ?

প্রথমে আপনার ডিভাইসে যেকোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর google.com এ প্রবেশ করতে হবে।

মনে করুন, আপনি “বর্তমানে কাতার ১ রিয়াল কত টাকা” এটি দেখতে চান। তাহলে এই বাক্যটি লিখে আপনাকে গুগলে search করতে হবে। এরপর নিচের ছবির মতো আপনাকে কাতার রিয়াল রেট বাংলাদেশী টাকায় দেখানো হবে।

১ কাতারি রিয়াল কত টাকা

এভাবে আপনি যেকোন দেশের মুদ্রার রেট যাচাই করতে পারবেন যেকোন সময়।

সবশেষে

তাহলে বন্ধুরা, ১ রিয়াল কত টাকা হয় এ বিষয়ে আশা করি এই আর্টিকেলে ভালোভাবে বুঝতে পেরেছেন। যেহেতু এই পরিমাণ গুলো সব সময় পরিবর্তন হতে থাকে, আমি আপনাদের একটি সহজ পদ্ধতি বলে দিয়েছি যার মাধ্যমে আপনি আজকের রিয়াল টু বাংলাদেশী টাকার রেট সহযে জানতে পারবেন।

আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *