৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল ফোন গুলোর তালিকা (2022)

৬০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন বা ৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল ফোন গুলোর বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানব।

৬ হাজার টাকায় 4G মোবাইল বাংলাদেশ
Best smartphones within 6 thousand price.

বর্তমানে একটি স্মার্টফোন আমাদের প্রতিদিনের কাজের একটি খুবই প্রয়োজনীয় জিনিস হিসেবে রয়েছে। এটি ছাড়া আমরা একটি ভালো দিন কাটাতে পারি না।

আর যদি কথা আসে একটি নতুন স্মার্টফোন কেনার, তাহলে সকলেই চাইবেন ভালো একটি মোবাইল ফোন কিনে নিতে।

কেননা ভালো মোবাইলে সব ভালো features দেওয়া রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি।

আর আমার হিসেবে একটি ভালো মানের মোবাইল ফোন কিনতে হলে আপনার বাজেট একটু বেশি থাকা দরকার। কেননা আপনি কম বাজেটেও ভালো মোবাইল পেতে পারবেন। তবে কিছু দিন ব্যবহার করার সেই মোবাইল ফোনটি আপনার আর ব্যবহার করার মনে চাবে ন।

কেননা তখন আপনি চাইবেন আরও ভালো features এর মোবাইল ব্যবহার করতে।

আর এজন্য প্রথমেই আপনার একটি ভালো মোবাইল কেনা খুবই জরুরি।

আর আপনি যদি ৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল বা ৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর বিষয়ে জেনে নিতে চান তাহলে নিচে আমি এই বাজেটের মধ্যে সেরা মোবাইল ফোন গুলো নিচে আপনাদের অবশ্যই বলে দিব।

৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল ফোন গুলো

আপনি যদি ৬০০০ টাকার মধ্যে ভালো মোবাইলের বিষয়ে জেনে নিতে চান তাহলে নিচে আমি সেরা ৭ টি মোবাইল ফোনের নাম এবং এদের সকল features বা functions গুলো উল্লেখ করেছি। সেই সাথে এদের price বা দামও আমি বলে দিয়েছি।

এই বাজেটের মধ্যে এগুলো খুব ভালো স্মার্টফোন হিসেবে বিবেচিত। সাথে এদের রয়েছে অনেক ফিচার। যেমন, ভালো মানের ক্যামেরা, ব্যাটারি, র‍্যাম, রম, ভালো প্রসেসর ইত্যাদি।

এক কথায় কম দামে সবচেয়ে ভালো ফোন হিসেবে প্রমণিত এই ফোন গুলো।

আর আমরা জানি যে, 3G নেটওয়ার্ক দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে তেমন ভালো speed পাওয়া যায় না তাই আমরা চাই যেন আমাদের মোবাইল ফোন 4G নেটওয়ার্ক সাপোর্টেড হয়।

নিচে আমি যে মোবাইল ফোন গুলোর বিষয়ে বলতে চলেছি এগুলো 4G নেটওয়ার্ক supported. ফলে ইন্টারনেট ব্যবহারের সময় আপনি অনেক সুবিধা পেতে পারবেন।

তো চলুন নিচে কম দামে 4G মোবাইল ফোন গুলোর বিষয়ে ভালো করে জেনে নিই।

Symphony i68

৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল
সংগৃহীত

যখন কথা আসে যে, ৬ হাজার টাকার মধ্যে একটি ভালো এন্ড্রয়েড মোবাইল ফোন কেনার, তাহলে এই ফোনটির কথা অবশ্যই বলতে হয়। কেননা এই বাজেটের মধ্যে এটি একটি সেরা মোবাইল হিসেবে বিবেচিত।

আর এই ফোনটি 4G নেটওয়ার্ক সাপোর্টেড।

এটি একটি অফিসিয়াল ফোন। এর প্রাইস বা দাম হলো 5990 টাকা।

Symphony i68 Features and Specifications

  • Network: 2G, 3G, 4G
  • Display size: 5.45 inches
  • Display resolution: HD+ 1440 × 720 pixels (295ppi)
  • Back camera: 8 megapixel
  • Back camera features: Autofocus, HDR, LED Flash, night mode and others
  • Back camera resolution: Full HD (1080p)
  • Front camera: 5 megapixel
  • Battery: Lithium-ion 2500 mAh removeable battery
  • Ram: 1GB
  • Rom: 16GB
  • Processor: Quad core 1.4 GHz
  • Fingerprint sensor: Yes
  • Face unlock: Yes
  • Weight: 168 grams

SAMSUNG GALAXY M01 CORE

৬০০০ টাকার মধ্যে ভালো মোবাইল
সংগৃহীত

এখন নিচে আমি আপনাদের এই ফোনের সব ডিটেইলস এর বিষয়ে বলব।

এই ফোনের প্রাইস বা দাম হলো ৬৯৯৯ টাকা / ১ জিবি র‍্যাম এবং ৭৯৯৯ টাকা / ২ জিবি র‍্যাম

Samsung Galaxy M01 Core Features and Specifications

  • Network 2G, 3G, 4G
  • Display Size: 5.3 inches
  • Display Resolution: HD+ 720 x 1480 pixels (311 ppi)
  • Back Camera Resolution: 8 Megapixel
  • Back Camera Features: Autofocus, LED flash and more
  • Video Recording with Back Camera: Full HD (1080p)
  • Front Camera Resolution: 5 Megapixel
  • Battery type and capacity: Lithium-ion 3000 mAh non removeable battery
  • Ram: 1/2GB
  • Processor: Up to 1.5 GHz, Quad core
  • Fingerprint sensor: No
  • Face unlock feature: Yes

LAVA Z52 Pro

কম বাজেটে 4G মোবাইল ফোন
সংগৃহীত

নিচে আমি আপনাদের এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস বলে দিব। এই স্মার্টফোনটির price বা মূল্য ৬০০০ টাকা।

Lava Z52 Pro Features and specifications

  • Network: 2G, 3G, 4G
  • Display: 5.5 inches
  • Display resolution: 960 × 480 pixels 18:9 ratio (243ppi)
  • Ram: 2GB
  • Rom: 16GB
  • Back camera: 5 megapixel
  • Front Camera: 5 megapixel
  • Battery type and capacity: Lithium-po 4120 mAh non removeable battery
  • Weight: 187 grams

Symphony G10

৪০০০ টাকার মধ্যে 4G মোবাইল
সংগৃহীত

৪০০০ টাকার মধ্যে 4G মোবাইল ফোনগুলোর মধ্যে এটি ভালো একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির মূল্য বা price হলো ৪২৯০ টাকা। নিচে এর ফিচারস গুলো তুলে ধরা হয়েছে।

Symphony G10 Features and Specifications

  • Network type: 2G, 3G, 4G
  • Display size: 5 inches
  • Back Camera resolution: 5 megapixel
  • Front camera: 5 megapixel
  • Battery type and capacity: Lithium-ion 2000 mAh
  • Ram: 1GB
  • Rom: 8GB
  • Processor: 1.4 GHz, Quad-core
  • Fingerprint sensor: No
  • Face unlock: No
  • Weight: 187 grams

তবে এই ফোনটির HD quality Display নয়। তাছাড়া এর battery backup একটু কম বলা চলে। আর এটির performance হলো low.

Symphony i32

৬ হাজার টাকার মধ্যে 4G স্মার্টফোন
সংগৃহীত

এই স্মার্টফোনের দাম ৫৬৯০ টাকা। নিচে এর ফিচারস গুলো দেওয়া হয়েছে।

Symphony i32 Features and Specifications

  • Network type: 2G, 3G
  • Display size: 6.52 inches
  • Display resolution: HD+ 1600 × 720 pixels (269ppi)
  • Back camera: Dual 8+0.08 megapixel
  • Front camera: 5 megapixel, display flash
  • Ram: 1GB
  • Rom: 16GB
  • Processor: Quad core, 1.3 GHz
  • Operating system: Android 10
  • Battery type and capacity: Lithium- ion 4000 mAh
  • Fingerprint sensor: Yes
  • Face unlock feature: Yes
  • Weight: 162 grams

Itel A46

কম দামে 4G মোবাইল
সংগৃহীত

এই মোবাইল ফোনটির দাম ৬১৯০ টাকা ১/১৬ জিবি এবং ৬৯৯০ টাকা ২/১৬ জিবি।

নিচে এর ফিচার গুলো দেখে নিন।

Itel A46 Features and Specifications

  • Network type: 2G, 3G, 4G
  • Display size: 5.5 inches
  • Display resolution: HD 720 × 1280 pixels (267ppi)
  • Back canera: Dual 8+0.08 megapixels
  • Front camera: 5 megapixels
  • Battery type and capacity: Lithium-iin 2350 mAh removeable battery
  • Ram: 1GB/2GB
  • Rom: 16GB
  • Processor: Octa core, 1.6 GHz
  • Fingerprint sensor: Yes
  • Face Unlock: Yes
  • Weight: 163 grams

আমার শেষ কথা

আজকের আর্টিকেলে ৬০০০ টাকার মধ্যে 4G মোবাইল গুলো তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে।

আমি প্রতিটি মোবাইলের ফিচার গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

যদি কম বাজেটের মধ্যে ভালো মোবাইল নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

You can choose your best smartphone from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *