কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায় ? Gmail account খোলার নিয়ম
বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, জিমেইল আইডি খোলার নিয়ম বা কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়?

বর্তমান সময়ে মোবাইল ফোন অথবা কম্পিউটারে সবসময় জিমেইল এড্রেস (Gmail address) এর বা একটি জিমেইল একাউন্ট (Gmail account) এর দরকার হয়ে থাকে এটা আপনারা অবশ্যই জানেন৷
কেননা বর্তমানে ইন্টারনেটের যুগে আপনি ইন্টারনেটে বা অনলাইনে যে কোন কাজই করতে যান না কেন, আপনার একটি জিমেইল আইডির অবশ্যই প্রোয়োজন হয়ে থাকে৷
যেমন আপনি যদি অনলাইনের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে শপিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে বা একটি একাউন্ট করতে হবে৷ তাহলে সেখানে আপনাকে আপনার জিমেইল এড্রেস দিতে হবে৷ এছাড়া আরো অনেক কাজ রয়েছে যেগুলো সম্পন্ন করার জন্য আপনার একটি জিমেইল একাউন্ট থাকা লাগবে৷
যেমন আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট বা ফেসবুক একাউন্টকে যদি ভালোমত নিরাপদ রাখতে চান তাহলে আপনার ফেসবুক একাউন্টের সাথে একটি জিমেইল একাউন্ট সংযুক্ত করা দরকার৷
এরপর আপনি যদি বিখ্যাত ভিডিও শেয়ারিং সাইট যেমন ইউটিউবে কোন ভিডিও দেখতে চান বা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলেও আপনার একটি জিমেইল একাউন্ট লাগবে৷
আর বন্ধুরা বর্তমানে একটি নতুন এন্ড্রয়েড স্মার্টফোন কেনার পর ফোনটিতে ইন্টারনেট কানেকশন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হলেই সেখানে একটি জিমেইল আইডি খোলার দরকার হয় সেটি আপনারা অবশ্যই জেনে থাকবেন৷
এমনিতে একটি জিমেইল একাউন্ট খুব সহজেই খোলা যায়৷ তাই এই আর্টিকেলে আমি আপনাদের জিমেইল আইডি খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করবো এবং পুরো প্রসেস আপনাদের দেখিয়ে দিবো৷
জিমেইল একাউন্ট কি? ইমেইল আর জিমেইল কি এক?
জিমেইল (Gmail) হলো গুগলের প্রডাক্ট৷ এটি গুগলের দ্বারা পরিচালিত হয়৷ গুগল আমাদের ফ্রিতেই ইমেইল সেবা প্রদান করে থাকে৷ Google Gmail এর দ্বারা আমরা সহজেই ফ্রিতে জিমেইল এর মত সেবা পেয়ে থাকি৷ আসলে জিমেইল আড্রেস হলো এরকম যেমন, [email protected]
@ চিহ্নের আগের অংশটি আপনার জিমেইল এর ইউজারনেম এবং @ এর পরের অংশটি হলো আপনি যে এমেইল সেবাদাতা প্রতিষ্টান এর মাধ্যমে ইমেইল আইডি খুলবেন সেই প্রতিষ্ঠানের ডোমেইন নাম৷ Gmail ছাড়াও আরো কিছু ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিতে আমাদের ইমেইল একাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে৷ যেমন, yahoo.com hotmail.com ইত্যাদি৷
কিন্তু আজকে আমি Google Gmail এর মাধ্যমে ইমেইল আইডি তৈরি করবো।
আপনারা অনেকেই জানতে চান যে ইমেইল আর জিমেইল কি এক?
হ্যা, এমেইল বলতে আপনার ইমেইল আড্রেসকে বোঝানো হয়ে থাকে তাই ইমেইল কেই আমরা জিমেইল বলতে পারি৷ তাই আপনারা গুগলে সার্চ করে থাকেন কিভাবে ইমেইল আইডি খোলা যায়? তাই নিচে আমি আপনাদের কিভাবে একটি জিমেইল একাউন্ট বানানো যায় তা দেখিয়ে দিবো৷
একটি জিমেইল আইডি (Gmail account) কিভাবে বানাবো?
কেন একটি জিমেইল একাউন্ট তৈরি করার প্রোয়োজন হয় তা আমি প্রথমেই আলোচনা করে এসেছি৷ এখন নিচে আমি আপনাদের দেখিয়েন দিবো কিভাবে জিমেইল একাউন্ট তৈরি করতে হয়?
আমি আপনাদের নতুন জিমেইল আইডি তৈরির পুরো process মোবাইল নম্বর এবং রিকভারি মোবাইল নম্বর সহ যোগ করে দেখিয়ে দিবো৷ কেননা এ ইনফরমেশনগুলো যদি আপনি আপনার জিমেইল একাউন্টে আগে থেকেই যুক্ত করে রাখেন তাহলে আপনি যদি পরবর্তীতে কখনো জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই রিকভারি মোবাইল নম্বর এর মাধ্যমে সহজেই পাসওয়ার্ড রিসেট বা পরিবর্তন করে নিতে পারবেন৷
এখন চলুন জেনে নেওয়া যাক একটি নতুন জিমেইল একাউন্ট কিভাবে বানাবেন৷
নতুন জিমেইল একাউন্ট কিভাবে খুলবো? Gmail account খোলার নিয়ম
নিচে জিমেইল আইডি খোলার নিয়ম স্টেপ বাই স্টেপ দেখে নিন৷ How to create a Gmail account in Bengali?
Step 1
প্রথমে আপনাকে যেতে হবে গুগল জিমেইলের ওয়েবসাইটে৷ www.gmail.com
এরপর এরপর এখানে আপনি ফর্ম দেখতে পারবেন৷ এখানে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখে জিমেইল একাউন্টে প্রবেশ করতে বলা হবে৷
যেহেতু আপনি একটি নতুন জিমেইল এড্রেস তৈরি করতে চাচ্ছেন এবং আপনার আগে থেকে কোন জিমেইল এড্রেস নেই তাই আপনি এখান থেকে creat account লেখাটিতে ক্লিক করবেন৷
Step 2
এরপর আপনার সামনে আর একটি ফর্ম ওপেন হয়ে যাবে৷ এখানে আপনার সম্পর্কে কিছু তথ্য লিখে দিতে হবে৷ এখানে Fast name এর জায়গায় আপনি আপনার নামের প্রথম, অংশ লিখুন এবং last name এর জায়গায় আপনার নামের শেষের অংশ লিখে দিন৷
এরপর username এ আপনি আপুনার নাম দিন৷ এখানে আপনি যে নামটি দিবেন এটি আপনার জিমেইল এড্রেস এ যুক্ত থাকবে৷ এই নামটি দেওয়ার সময় আপনাকে কয়েকবার ট্রাই করতে হতে পারে৷
কেননা সেই নামটি জিমেইলে অলরেডি (already) থাকে তাহলে সেটা ইনভেলিড (invalid) দেখাবে এবং আপনি সেই নামটি ইউজারনেম হিসেবে ব্যবহার করতে পারবেন না৷
তাই আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা ব্যবহার করার চেষ্টা করুন৷ যেমন, [email protected]
আর এখানে আপনি যে জিমেইল ইউজারনেম (username) টা লিখবেন সেতা অবশ্যই মনে রাখবেন কেননা এটা আপনার জিমেইল এড্রেস এবং পরবর্তীতে যখন আপনার জিমেইল একাউন্টে লগিন করতে যাবেন তখন এই এড্রেস টি লিখার দরকার হবে৷
এরপর পাসওয়ার্ড দিবেন তারপর confirm password এ আবার একই পাসওয়ার্ড দিবেন।
Step 3
ইউজারনেম সিলেক্ট করার আপনার সামনে আর একটি ফর্ম ওপেন হবে৷ এখনে আপনার জন্ম তারিখ (Date of Birth), Gender “male” or “female” এবং আপনার মোবাইল নম্বর দিতে হবে৷ আপনি যদি মোবাইল নম্বর ছাড়া জিমেইল একাউন্ট খুলতে চান তাহলে আপনি একানে মোবাইল নম্বর না দিয়েও চলে যেতে পারেন৷
কিন্তু পরে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আর পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন না৷ তাই এখানে আপনার মোবাইল নম্বর দেওয়াই ভালো হবে৷ এরপর next এ ক্লিক করে দিবেন৷
Step 4
এখন আপনার সামনে একটি ভেরিফিকেশন করার জন্য একটি ফর্ম চলে আসবে৷ এখানে আপনার মোবাইল নম্বর একটি verification code টেক্সট মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে৷ সেই কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে৷ এরপর verify এ ক্লিক করতে হবে৷
Step 5
এরপর আপনাকে google privacy & terms এর পেজে নিয়ে যাওয়া হবে৷ এখানে একদম নিচে চলে যাবেন৷ এরপর I agree বাটনটিতে ক্লিক করে দিবেন৷
Step 6
এরপর আর একটি পেজ আসবে৷ এখানে আপনাকে কিছু করতে হবে না৷ skip এ ক্লিক করে দিবেন৷
Step 7
আপনার একটি জিমেইল একাউন্ট খোলা হয়ে গেছে৷ এখন আপনি এই জিমেইল যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন৷ এবং আপনি এখান থেকে যে কাউকে ইমেইল পাঠাতে পারবেন৷ তবে কাউকে ইমেইল পাঠানোর জন্য তার ইমেইল এড্রেস জানা থাকা লাগবে৷
- ইউনিক পাসওয়ার্ড কি ? কিভাবে Unique Password তৈরি করবেন
- জন্ম নিবন্ধন যাচাই করুন bdris ওয়েবসাইটের মাধ্যমে
আমার শেষ কথা
বন্ধুরা আশা করি জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় বা gmail account খোলার নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে গেছেন৷
এভাবে কাজ করে আপনি সহজেই আপনার ব্যক্তিগত কাজের জন্য একটি জিমেইল খুলে নিতে পারবেন৷ আপনি চাইলে হটমেইল এবং ইয়াহু এগুলো ব্যবহার করেও ইমেইল আইডি বানাতে পারেন৷ সবগুলো সাইটেই একাউন্ট তৈরি করার নিয়ম প্রায় একই রকমের৷
কিন্তু আমি আপনাদের দেখালাম গুগল জিমেইল ব্যবহার করে জিমেইল আইডি বানানোর নিয়ম৷
আর আপনি যদি কাউকে ইমেইল পাথাতে চান তাহলে আপনাকে compose এ ক্লিক করতে হবে৷ এরপর From এ অটোমেটিক আপয়ার জিমেইল এড্রেস লিখা থাকবে৷ To তে আপনি যাকে ইমেইল পাথাতে চান তার ইমেইল এড্রেস লিখুন৷ subject এ একটি ইমেইল এর বিষয় সম্পর্কে লিখুন৷ এরপর নিচে বিস্তারিত লিখে send করুন৷
জিমেইল থেকে ইমেইল পাঠানোর নিয়ম এবং জিমেইল এর মাধ্যমে ছবি পাঠানোর নিয়ম সম্পর্কে জানুন।
- ইমেইল পাঠানোর নিয়ম : কিভাবে Email পাঠাতে হয় ?
- মোবাইল থেকে ইমেইলে ছবি পাঠানোর নিয়ম | কিভাবে জিমেইলে ছবি পাঠাবেন
Great post. Wonderful information and really very much useful. Thanks for sharing and keep updating Thank You so much for sharing this information. I found it very helpful.Thank you so much again.
Thanks a lot for your comment.
কিভাবে একটি জিমেইল একাউন্ট তৈরি করবো?