কিভাবে গুগল এডসেন্স Ad Serving Limit সমস্যার সমাধান করবেন

গুগল এডসেন্স Ad serving limit মানে কি, এডসেন্স একাউন্টে Ad limit কেন হয় এবং কিভাবে Google AdSense Ad Serving Limit সমস্যার সমাধান করবেন এসব বিষয়ে আজকের আর্টিকেলে আমি আলোচনা করব।

কিভাবে গুগল এডসেন্স Ad serving limit সমস্যার সমাধান করবেন
গুগল এডসেন্স এড লিমিট সনস্যার সমাধান কিভাবে করবেন?

Google AdSense বর্তমানে সবেচেয়ে জনপ্রিয় এবং বড় advertising programme. প্রায় সকল ব্লগার তাদের ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করার জন্য গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন।

একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে গুগল এডসেন্স approval পেতে হয়।

আমরা এডসেন্সের সকল পলিসি এবং নিয়ম গুলো মেনে কাজ করে এডসেন্স অনুমোদন পেয়ে থাকি।

কিন্তু বর্তমানে বেশিরভাগ ব্লগাররা Adsense ad limit সমস্যার মধ্যে পড়ে থাকেন।

এই সমস্যাটি কোন কোন সময় প্রথম এডসেন্স অনুমোদনের পরপরই হয়ে থাকে অথবা approval এর কিছুদিন পরও হতে পারে।

কেননা একটি ওয়েবসাইটে যখন প্রথম এডসেন্স আমরা অনুমোদন পাই তখন সেই ওয়েবসাইটে তেমন ভালো পরিমানে ট্রাফিক/ভিজিটর থাকে না। যার কারণে আমাদের এড সার্ভিং লিমিট করে দেওয়া হয়ে থাকে।

তো এসব বিষয়ে আমি নিচে সবকিছু আলোচনা করব। তার আগে চলুন জেনে নিই এডসেন্স এড লিমিট কি? এড লিমিট হলে আমাদের কি সমস্যা হয় এ বিষয়ে।

গুগল এডসেন্স Ad serving limit কী?

সোজা ভাবে বলতে গেলে, যখন আমাদের ওয়েবসাইটে এড লিমিট হয়ে থাকে তখন আগের তুলনায় খুব কম পরিমাণে এডস আমাদের ওয়্রবসাইটে বা কনটেন্টের মধ্যে দেখনো হয়ে থাকে, ফলে আমাদের earning খুব কম পরিমাণে হতে থাকে।

আমরা সবাই জানি, বেশি এডস মানে বেশি ইনকাম। এর মানে হলো আপনার ওয়েবসাইটে যখন গুগল এডসেন্স এর এডস গুলো আপনি দেখান, তখন আপনার প্রয়োজন মতো ওয়েবসাইটের যেসব জায়গায় এডস দেখানোর দরকার সেসব জায়গায় আপনি এড বসিয়ে নিতে পারেন এবং ভিজিটররা সেসব এড গুলো দেখেন এবং ক্লিক করেন, যার কারণে আপনার ইনকাম হয়ে থাকে।

কিন্তু যখন এড লিমিটের কারণে খুব পরিমাণে আপনার সাইটে ads শো করানো হয়ে থাকে তাহলে ইউজাররা খুব কম সংখ্যক এডস দেখতে পান এবং সেসকল এডে খুব অল্প পরিমাণ ক্লিক হয়ে থাকে। আর এর ফলে ওয়েবসাইটে এড লিমিট লেগে গেলে আয় খুব কম হতে থাকে এবং যেসকল ওয়েবসাইটে বা ব্লগে traffic বা visitors কম থাকে সেসব সাইটে ইনকাম একদম হয়না বললেই চলে।

তাহলে আশা করি গুগল এডসেন্স এড লিমিট কি এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন৷ যদিও এ বিষয়ে আপনাদের আগে থেকেই জানা রয়েছে।

আমি এখন আমার নিজের বিষয়ে কথা (story) বলতে চাই,

বন্ধুরা, কিছুদিন আগে আমার এই ওয়েবসাইটে এড লিমিট লেগেছিল, এখন আমি আপনাদের বলব যে, কোন সমস্যার কারণে গুগল এডসেন্স আমার ব্লগে এড লিমিট করে দিয়েছিল, এড লিমিট চলে যেতে কতদিন সময় লেগেছিল এবং Ad serving limit সমস্যার সমাধানের জন্য আমি কি কি কাজ করেছিলাম এসব বিষয়ে।

আপনার ওয়েবসাইটে যদি এডসেন্স এড লিমিট করে দিয়েছে এবং যদি আমার এড লিমিটের কারণ এবং আপনার কারণ গুলো মিলে যায় তাহলে এই সমস্যার সমাধানের বিষয়ে আপনি ভালো ধারণা পেয়ে যাবেন।

আমি আগেই বলে রাখছি যে, এড লিমিট problem fix করার জন্য আমি special কিছু টিপস এই আর্টিকেলে আপনাদের দিব না, আর গুগল এডসেন্স তাদের নিয়ম কানুন এবং পলিসিতে এড লিমিট সমাধানের জন্য কোন গাইডলাইন Adsense publisher দের জন্য দেয় নি। তারা শুধু এ বিষয়ে আমাদের বলেছেন যে, কি কি কারণে আমাদের ওয়েবসাইটে এড লিমিট হতে পারে।

তাছাড়াও শেষে আমি আপনাদের কিছু কাজের বিষয়ে বলে দিব যেগুলো আপনার এড লিমিট সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হতে সাহায্য করে থাকবে আর এগুলো আমি বিভিন্ন বড় বড় english blog থেকে সংগ্রহ করে আপনাদের জানিয়ে দিব।

তো চলুন আমার ব্লগে এডসেন্স এড সার্ভিং লিমিট এর পুরো story টা আপনাদের সাথে শেয়ার করি।

আপনি এখন আমার এই সাইটে এসে এখন How to AdSense Ad Limit Problem এর বিষয়ে এই আর্টিকেলটি পড়ছেন, আমার এই ব্লগটি শুরু করার খুব বেশি দিন হয়নি এখনো। আমি এই ব্লগটি আজ থেকে ৬ মাস আগে শুরু করেছিলাম।

এর আগে আমার আরও ব্লগ ছিল কিন্তু সেগুলোর মাধ্যমে আমি কোন সফলতা অর্জন করতে পারিনি এবং বলতে গেলে আমার আগের ব্লগের মাধ্যমে আমি আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং, Search Engine Optimization (SEO) এসব বিষয়ে ভালো করে শিখেছিলাম।

তো আমার এই ব্লগে ভালো ভালো কনটেন্ট লিখা শুরু করি।

কিছুদিনের মধ্যে আমি আমার ব্লগে গুগল এডসেন্স অনুমোদন পেয়ে যাই এবং আমার সাইটে এডসেন্স এর বিজ্ঞাপন দেখানো শুরু করি।

যখন আমি এডসেন্স এপ্রুভাল পেয়্র যাই তখন আমার ব্লগে ট্রাফিক এর পরিমাণ ছিল প্রতিদিন ৫০ থেকে ৬০ জন। এই range এর মধ্যে আমার সাইটে প্রতিদিন গুগল সার্চ থেকে organic traffic আসত।

তো যেহেতু প্রথমের দিকে আমার ট্রাফিকের পরিমাণ খুব কম ছিল তাই আমার ইনকাম এর পরিমাণ খুব কম ছিল, প্রতিদিন ২ টা অথবা ক্লিক আসত।

কিন্তু আসল কথা হলো আমি সোশ্যাল মিডিয়া থেকে কোন ট্রাফিক নেই নি। যা ভিজিটরস আমার ব্লগে ছিল সবই অর্গানিক।

তো কিছুদিনের মধ্যেই আমার ব্লগে এডসেন্স Ad serving limit করে দিয়েছিল। November মাসের 1 তারিখে আমার ব্লগে প্রথম এড লিমিট লেগে গিয়েছিল।

সেদিন আমার গুগল এডসেন্স একাউন্টে একটি notification চলে আসল, The number of your ads you can show has been limited.

এরকম একটা বিজ্ঞপ্তি আমি পেয়েছিলাম, সেই সাথে গুগল এডসেন্স থেকে আমি একটা ইমেইল পেয়েছিলাম। সেই ইমেইলটি নিচে দেখেনিন।

Hello,

We recently identified invalid traffic concerns in your AdSense account. As a result, we have introduced an ad serving limit on your account. We will automatically review and update this limit as we continue to monitor your traffic.

Why has this happened?

We found potentially invalid traffic being used to generate ad revenue on your account. As a reminder, invalid traffic is strictly prohibited by the AdSense Program policies. Clicks on Google ads must result from genuine user interest. Publishers may not ask others to click their ads. This includes asking users to support your site, offering rewards to users for viewing ads, and promising to raise money for third parties for such behavior. Additionally, clicking your own ads, automated clicking tools or traffic sources, robots, or other deceptive software are also prohibited.

We understand that you may want to know more about the activity we’ve detected. Because this information could be used to circumvent our proprietary detection systems, we’re unable to provide our publishers with information about specific account activity, including users that may have been involved.

Note that if you are found to be in violation of the AdSense Program policies, your account may be subject to further enforcement actions or may be permanently disabled.

What should I do now?

Your account is still fully accessible and you can view details about this account-level issue in the Policy center. While this ad serving limit typically impacts publishers for less than 30 days, it may take longer in some cases. We encourage you to be proactive in making sure your ad traffic complies with the AdSense Program policies. Thank you for your understanding and cooperation.

Sincerely,

The Google AdSense Team

>>> >>>

এর মানে হলো তারা আমার ব্লগে invalid ট্রাফিক সনাক্ত করতে পেরেছেন এবং আমার ব্লগে এড লিমিট দিয়েছেন। সাথে এটাও বলেছে যে, এই সমস্যা সমাধানের জন্য কোন কাজ করতে হবে না, তারা সেটা রিভিউ করবে এবং সবকিছু সঠিক থাকলে লিমিট তুলে নিবে।

তো সেদিন থেকে আমার যেটুকু ইনকাম ছিল সেটাও বন্ধ হয়ে গেল।

তখন আমি এডসেন্স এর এড লিমিট এর বিষয়ে তেমন বেশি কিছু জানতাম না। তো আমি এটা জানার জন্য খুব আগ্রহে ছিলাম যে, গুগল কেন আমার সাইটে এড লিমিট করল এবং এটা কিভাবে সমাধান করতে পারি।

তো এজন্য আমি গুগলে সার্চ করেছিলাম যে, What is google adsense ad limit, Why ad serving limit placed on your adsense account, Ad serving limit placed on my adsense account and how to fix it.

তো এসব বিষয়ে আমি সার্চ করে অনেক english ব্লগ থেকে বিভিন্ন বিষয়ে জানতে পেরেছিলাম। বিভিন্ন কনটেন্টে আলাদা আলাদা টিপস আমি দেখতে পেয়েছিলাম যেগুলোর সব গুলো আমার সাইটে প্রয়োগ করাটা ভালো হবে না বলে আমি ভেবে নিয়েছিলাম।

এরপর আমি যা কিছু করেছিলাম সেসবের বিষয়ে এখনা আমি আপনাদের বলব।

আমি এডসেন্স এড লিমিট সমস্যা সমাধানের জন্য কোন কোন কাজ করেছিলাম

Invalid activity এর কারণে গুগল আমাকে এড লিমিট দিয়েছিল কিন্তু আমার সাইটে সব অর্গানিক ট্রাফিক ছিল। কোন সোশ্যাল মিডিয়ার ট্রাফিক আমি সাইটে নিয়ে আসিনি।

তাই Novenber এর ১ তারিখে আমার এড লিমিট হয়ে গিয়েছিল এবং আমি ১০ তারিখ পর্যন্ত কোন কিছুই না করে এমনিতেই wait করতেছিলাম যেন এটা fix হয়ে যায়।

কিন্তু এরপর আমি এটা ভেবেছিলাম যে, কোন কিছু না করে বসে থাকার চেয়ে কিছু করা ভালো হবে।

আমার এডসেন্স একাউন্টে auto ad চালু করা ছিল এবং কয়েকটি ad unit ছিল।

১০ তারিখের পর আমি auto ad অফ (off) করে দিয়েছিলাম এবং যে এড ইউনিট গুলো ছিল যেগুলো achive করে দিয়েছিলাম।

এরপর আমি নতুন দুইটি এড ইউনিট তৈরি করি। একটি display ad unit এবং আরেকটি হলো in-article ad unit.

এরপর Ad inserter plugin এর মাধ্যমে আমার কনটেন্টের ভিতরে শুধু এই দুইটি ad code বসিয়ে রেখেছিলাম।

এরপর আর কিছুই আমি করিনি এবং সেই সাথে আমি regular সাইটে কনটেন্ট publish করতে থাকি। ২ থেকে ৩ দিন পরপর একটা করে আর্টিকেল আমি লিখতে থাকি।

এরপর November এর 22 তারিখে আমার সাইটে ভিজিট করে দেখতে পাই, আমার আর্টিকেলের ভেতরে যে দুইটি ad unit কোড বসিয়েছিলাম সেই দুই জায়গায় এড দেখানো শুরু করেছে।

সাথে আমার Adsense account এ লগিন করে দেখি, ২২ তারিখ থেকে আবার ad impression আসা শুরু হয়ে গিয়েছে।

কিন্তু এড লিমিট নটিফিকেশন টা ২৪ তারিখে আমার এডসেন্সে একাউন্টের ড্যাশবোর্ড থেকে উঠে গিয়েছে।

এরপর আমি ২৫ তারিখ থেকে আবার আমার প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় এড দেখানো শুরু করে দিয়েছিলাম এবং আমার এড লিমিট সমস্যার পুরোপুরি সমাধান হয়ে গিয়েছে।

তো এটাই ছিলো আমার এড এডসেন্স একাউন্টে ad serving limit এর AtoZ story.

আর আমি কি কি কাজ করেছিলাম এ বিষয়ে আপনাদের উপরে বলে দিয়েছি।

আশা করি ভালোভাবে বুঝে গেছেন যদি আমার এড লিমিটের কারণ এবং আপনার এড লিমিটের কারণের সাথে মিল থাকে।

বেশিরভাগ সাইটে যদি এড লিমিট হয়ে যায় তাহলে এটা সাধারণত ১ মাসের মধ্যেই উঠে যায়৷ তবে অনেকের ক্ষেত্রে ১ মাসের বেশি সময় ধরে অপেক্ষা করার পরেও এড লিমিট থেকে যায়।

তো এটার কারণ আমি এটাই মনে করি যে, এডসেন্স invalid activity এর ক্ষেত্রে খুবই কঠোর এবং এর বিরুদ্ধে তারা অবশ্যই ব্যবস্থা নিয়ে থাকে।

তাই আপনার সাইটে কোন source থেকে invalid traffic বা bot traffic আসতে থাকে তাহলে সেগুলো সনাক্ত করার চেষ্টা করুন এবং সেসব ট্রাফিক আপনার ব্লগে আসা বন্ধ করে দিন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

আমার শেষ কথা

তাহলে বন্ধুরা কিভাবে Goigle AdSense Ad Limit সমস্যার সমাধান করবেন এ বিষয়ে এই আর্টিকেলে আশা করি ভালো করে বুঝে গেছেন।

How to solve Adsense ad limit problem in Bengali এ বিষয়ে যদি আমার আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *