কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে ?

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে? কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লেখার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে আমি আলোচনা করবো৷ (Bangla typing in mobile with computer keyboard)

কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে
মোবাইলে কম্পিউটার কিবোর্ড লাগিয়ে বাংলা লেখার নিয়ম

বর্তমানে অনেকেই জানতে চান মোবাইল দিয়ে কিভাবে টাইপিং শেখা যায়৷ বিশেষ করে আপনারা সবাই মোবাইল দিয়ে বাংলা লেখার নিয়ম জেনে নিতে চান৷ কেননা এখন প্রায় প্রত্যেকেরই বাংলা টাইপিং শেখার প্রচুর আগ্রহ রয়েছে৷

তাই আপনি যদি মোবাইলে বাংলা লেখার নিয়ম বা কিভাবে মোবাইলে কম্পিউটার কিবোর্ড লাগিয়ে বাংলা লিখবেন এ বিষয়ে জেনে নিতে চাইছেন তাহলে এ বিষয়ে আমি নিচে আপনাকে সবকিছু ভালোভাবে বলে দিবো৷

বন্ধুরা বর্তমানে মানুষের টাইপিং শেখার ক্ষেত্রে প্রচুর রুচি রয়েছে৷ সেটা বাংলায় হোক বা ইংরেজিতে৷ কারণ আপনি হয়তো ব্লগিং সম্পর্কে শুনে থাকবেন৷

বর্তমানে ব্লগিং করে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়৷ আর ঘরে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ব্লগিং একটি সহজ এবং লাভজনক উপায়৷ আপনি যদি ব্লগিং করে বা আর্টিকেল লিখে অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে টাইপিং করা অবশ্যই শিখতে হচ্ছে৷

তাছাড়া ইন্টারনেট থেকে কেবল টাইপিং করেও টাকা আয় করা সম্ভব৷ কেননা অনলাইনে অনেক টাইপিং জব রয়েছে যেগুলোতে আপনাকে আর্টিকেল লিখতে হয়৷

আর বর্তমানে কেবল আর্টিকেল লেখার ক্ষেত্রে ভালো দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সসিং করেও ঘরে বসে কেবল টাইপিং করে টাকা ইনকাম করা সম্ভব৷

এছাড়াও আপনি যদি কোন কম্পিউটার ব্যবহার করে কোন সেবা প্রদান করতে চান তাহলে আপনাকে কিবোর্ডে টাইপিং এর কাজ ভালোভাবে জানতে হবে৷

যেমন, বর্তমানে আমাদের শহরে বা বাজারে অনেকে কম্পিউটার ব্যবহার মানুষকে অনেক সেবা প্রদান করে থাকে৷ যেমন, কারো যদি যেকোন ধরনের একটি ফরম পূরনের প্রোয়োজন হয় ইন্টারনেটের মাধ্যমে তাহলে সে কিন্তু কাজটি বাজারের কোন একটি কম্পিউটার ব্যবহারকারীর কাছে কাজটি করিয়ে থাকে৷

তাই আপনি যদি এই কাজগুলো করার কথা ভাবছেন তাহলে আপনাকে কম্পিউটার কিবোর্ডে ভালোভাবে টাইপিং অবশ্যই করতে পারতে হবে৷

কিন্তু আপনার যদি বর্তমানে কোন কম্পিউটার না থাকে তাহলে কোন চিন্তা করবেন না৷ আপনার হাতে তো একটি স্মার্টফোন অবশ্যই রয়েছে৷ এই এন্ড্রোয়েড স্মার্টফোন দিয়েই আপনি কম্পিউটার কিবোর্ডে টাইপিং এর কাজ করতে পারবেন৷

তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে মোবাইলে কম্পিউটার কিবোর্ড লাগিয়ে বাংলা লিখবেন৷

কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে? (Bangla typing with computer keyboard)

আপনি যদি ভাবছেন যে আপনার মোবাইলের সাথে একটি physical keyboard কানেক্ট করে বাংলা লেখা শিখবেন তাহলে আপনাকে সামান্য কিছু টাকা খরচ করতে হবে৷ আপনাকের প্রথমে বাজার থেকে একটি কম্পিউটার কিবোর্ড কিনে আনতে হবে৷

আপনি অনেক কম দামের মধ্যে একটি কিবোর্ড কিনতে পেয়ে যাবেন৷ যেমন আপনি কেবল 300 টাকা খরচ করেই একটি ভালো মানের কিবোর্ড পেয়ে যাবেন৷

আপনি চাইলে আরো দামি কিবোর্ড কিনে নিতে পারেন কিন্তু আপনার বাজেট যদি অল্প এবং শেখার জন্য এই কিবোর্ডটি আপনার জন্য যথেষ্ট৷ কিবোর্ড কেনার পর আপনাকে একটি OTG কেবল সহ কিনতে হবে৷

কেননা আপনি OTG কেবল কম্পিউটার কিবোর্ড কে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন না৷

মোবাইলে বাংলা লেখার কিবোর্ড এপস/সফটওয়্যার ইনস্টল করুন

এরপর আপনার মোবাইলে কিবোর্ড দিয়ে বাংলা লেখার জন্য আগে কিছু কাজ করে নিতে হবে৷

এই কাজটি আপনাকে মোবাইলে কিবোর্ড কানেক্ট করার আগেই করে নিতে হবে৷ আপনার মোবাইলে একটী বাংলা লেখার কিবোর্ড এপ্স ইন্সটল করতে হবে৷

আমার মতে মোবাইলে বাংলা লেখার জন্য সেরা কিবোর্ড এপ্স বা সফটোয়্যার হলো Ridmik keyboard .

এছাড়াও আরো অনেক কিবোর্ড রয়েছে৷ কিন্তু আমার হিসেবে বাংলা লেখার জন্য Ridmik Keyboard আপনার জন্য সেরা হিসেবে প্রমানিত হবে৷

এই এপ্সটি আপনি Google Play Store এ সার্চ করলেই পেয়ে যাবেন৷ তারপর এটি মোবাইলে ইন্সটল করে নিবেন৷ এরপর আপনার মোবাইলের Settings এ গিয়ে language input এ Ridmik Keyboard enable করে দিতে হবে।

এবং আপনি চাইলে Gboard ডিজেবল করে দিতে পারেন। Gboard ডিজেবল না করলেও কোন সমস্যা নেই। এরপর আপনার মোবাইলে এমন কোন এপ্সে চলে যান যেখানে আপনাকে লিখতে হবে৷

এরপর আপনার মোবাইল স্ক্রিনে একদম নিচে ডানদিকে লক্ষ করুন কিবোর্ডের কি এর মত একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করে আপনাকে কিবোর্ড সুইচ করে নিতে হবে। এখানে ক্লিক করে Ridmik Keybord অপশন্টি সিলেক্ট করে দিন।

কম্পিউটার কিবোর্ড মোবাইলে কানেক্ট করুন – (Connect keyboard in Mobile with OTG)

এখন আপনার মোবাইলের সেটিংস এর কাজ শেষ। এরপর আপনাকে কম্পিউটার কিবোর্ড টি মোবাইলের সাথে OTG এর মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট হয়ে গেলে কিবোর্ডের যেকোন বাটন চাপ দিন আপনার মোবাইল স্ক্রিনে লেখা হয়ে যাবে।

কিন্তু আপনার লেখাগুলো ইংরেজিতে হবে। কিন্তু কোন চিন্তা করবেন না। যেহেতু আপনি বাংলায় লিখতে চান তাই কিবোর্ডের F12 বাটন একবার চাপ দিন। এরপর লিখলে আপনার লেখা বাংলা হবে।

কিন্তু আপনার যদি অভ্র কিবোর্ড সম্পর্কে আগে থেকে কোন ধরণের জ্ঞান না তাহলে আপনার লিখতে প্রথমে একটু সমস্যা হতে পারে। (Ridmik keyboard এক ধরনের অভ্র কিবোর্ড)।

কারণ এই কিবোর্ডে আপনাকে ইংরেজি অক্ষর টাইপ করার মাধ্যমে বাংলা লিখতে হবে৷ যেমন আপনি যদি লিখতে চান। “আমি আমার দেশকে ভালোবাসি” তাহলে আপনাকে কিবোর্ডে লিখতে হবে ami anar deSke valObasi.

এভাবে আপনাকে বাংলা লিখতে হবে। কিন্তু প্রথম প্রথম আপনার সমস্যা অবশ্যই হবে এজন্য আপনি ইউটিউবে সার্চ করে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লেখার টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

আপনি যদি অভ্র কিবোর্ড ব্যবহার না করেন তাহলে আপনি বিজয় কিবোর্ড এপ্স ব্যবহার করে সরাসরি বাংলা অক্ষর টাইপ করেও বাংলা লিখতে পারেন। তবে আমার হিসেবে এটি অনেক কঠিন এবং এভাবে টাইপ করতে হলে সময় অনেক লাগে।

তাই যেহেতু আপনি বাংলা টাইপিং শিখতে চান তাহলে সময় নিয়ে Ridmik keyboard এপ্স ব্যবহার করে লেখালেখি শিখুন। এতে যখন আপনি পুরোপুরি শিখে যাবেন তখন ধিরে ধিরে অনেক ফাস্ট টাইপিং করতে পারবেন।

লেখালেখি করার জন্য কোন মোবাইল এপ্স/সফটওয়্যার ব্যবহার করবেন?

আপনি লেখালেখি করার জন্য আপনার মোবাইলে লেখালেখি করার এপ্স ইন্সটল করে নিতে পারেন। এখানে আপনার লেখালেখি করতে সুবিধা হবে। এবং লেখাকে ফাইল আকারে সেভ করে রাখতে পারবেন।

যেমন, আপনি Fast notepad নামে এই এপ্সটি ব্যবহার করতে পারেন।

আমার শেষ কথা

বন্ধুরা আসা করি কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা কিভাবে লিখবো এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।

মোবাইলে বাংলা লেখার নিয়ম বা বাংলা টাইপিং কিভাবে শিখবো এই বিষয়ে যদি আমার এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আর কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *