নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড – (Nagod account code)

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ মোবাইল ব্যাংকিং (Mobile banking) পরিসেবা গুলো ব্যবহার করছেন। কেননা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেকেউ যে কারো কাছে সহজেই অতি কম সময়ে টাকা পাঠাতে পারেন।

বাংলাদেশে জনপ্রিয় কিছু মোবাইল ব্যাংকিং পরিসেবা হলো বিকাশ, নগদ, রকেট ইত্যাদি।

কিন্তু বর্তমানে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে নগদ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রত্যেক মানুষ এখন নগদ ব্যবহার করছেন।

এখন সব সাধারণ মানুষদেরও একটি করে নগদ একাউন্ট রয়েছে।

নগদের এত জনপ্রিয়তার কারণ হলো, নগদের মাধ্যমে টাকা পাঠানো বেশি সাশ্রয়ী। এখানে অনেক সুবিধা রয়েছে একজন ব্যবহারকারীর জন্য।

তাই আপনারও যদি একটি নগদ একাউন্ট (Nagod account) রয়েছে বা নগদ একাউন্টের ব্যালেন্স দেখার কোড সম্পর্কে জানতে চাইছেন তাহলে নিচে আপনাকে নগদ সম্পর্কে সবকিছু ভালোভাবে বলে দিবো।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড
নগদ একাউন্টের ব্যালেন্স দেখার কোড

সাধারনত নগদ ব্যালেন্স দেখার কোড জানতে চান যারা নতুন নগদ একাউন্ট খুলেছেন।

আর আপনার যদি একটি নগদ একাউন্ট না থাকে তাহলে আপনি সহজে নিজেই একটি নগদ একাউন্ট খুলে নিতে পারেন।

বর্তমানে নগদ একাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ। নগদের USSD কোড ডায়াল করে একটি পিন কোড সেট করলেই নগদ একাউন্ট ওপেন হয়ে যায়।

এজন্য প্রথমে আপনকে *167# ডায়াল করতে হবে। এরপর আপনাকে একটি চার ডিজিটের বা চার সংখ্যার একটি পিন কোড লিখতে হবে।

এরপরের ধাপে আপনাকে আবার একই পিন কোড লিখে দিতে হবে। এরপর আপনি দুইটি অপশন দেখতে পারবেন। আপনি যদি নগদ একাউন্টে রাখা টাকা থেকে মুনাফা পেতে চান তাহলে ১ চাপতে হবে আর যদি আপনি কোন ধরনের মুনাফা পেতে না চান তাহলে ২ চাপতে হবে।

এরপর আপনি নগদের মেইন মেনু দেখতে পারবেন। অর্থাৎ আপনার নগদ একাউন্ট খোলার হয়ে গেছে। সাথে সাথে একাউন্ট কনফার্মেশন মেসেজ চলে আসবে।

আপনি চাইলে নগদ মোবাইল এপ দিয়েও ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলতে পারেন।

এজন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ এপ ডাউনলোড করতে হয়। এরপর কয়েকটি স্টেপে আপনার কিছু information বা তথ্য চাওয়া হবে। সেগুলো সঠিকভাবে সাবমিট করলে হয়ে গেলো আপনার নগদ একাউন্ট।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড ( Nagod account balance check code)

আপনি যদি আপনার নগদ একাউন্টে কত টাকা রয়েছে তা দেখতে চাইছেন তাহলে আপনাকে একটি USSD কোড ডায়াল করতে হবে।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড বা নগদ একাউন্টের ব্যালেন্স দেখার পদ্ধতি দুইটি রয়েছে।

  • USSD Code এর মাধ্যমে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা
  • নগদ এপের মাধ্যমে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা

USSD কোডের মাধ্যমে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম কোড

প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান।

এরপর *167# লিখে ডায়াল করুন।

ডায়াল করার পর 7 নম্বর অপশনটিতে দেখতে পারবেন My Nagod রয়েছে। এখন আপনাকে 7 লিখে enter করতে হবে।

এরপর 1. Check balance নামে একটিওপশন দেখতে পারবেন। এখন 1 লিখে enter এ চাপ দিন।

এরপর enter your pin নামে একটি লেখা দেখতে পাবেন। এখানে আপনার নগদ একাউন্টের পিন কোড লিখে দিতে হবে।

এরপর enter দিলে আপনার নগদ একাউন্টে ব্যালেন্স কত টাকা রয়েছে তা দেখতে পারবেন।

নগদ এপের মাধ্যমে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম

আপনি চাইলে নগদের আরো অধিক বা এডভান্স সুযোগ সুবিধা পাওয়ার জন্য নগদ এপ্স ব্যবহার করতে পারেন। নগদ এপ্স দিয়ে ব্যালেন্স চেক করার পদ্ধতি একদম সিম্পল।

প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ এপ ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর আপনার নগদ একাউন্টে লগিন করুন।

এরপর উপরের দিকে হোমপেজে দেখতে পারবেন “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এরকম একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই আপনার ব্যালেন্স শো করবে।

নগদ একাউন্টের সুবিধাগুলো কি কি

নগদ মোবাইল ব্যাংকিং এর অনেক সুযোগ সুবিধা রয়েছে যা ব্যবহারকারীরা পেতে পারেন। নগদ এপ দিয়ে বিদ্যুৎ এর বিল পরিশোধ করা সহ অন্যান্য অনেক বিল পরিশোধ করা সম্ভব হয় ঘরে বসে।

তাছাড়া নগদে কাউকে টাকা পাঠালে অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিসেবা গুলোর তুলনায় নগদ খুব কম চার্জ কম কাটবে।

সর্বশেষ

আশা করি নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড বা নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে আমার এই আর্টিকেলটি ভালোভাবে বুঝতে পেরেছেন।

যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *