PayPal কি ? পেপাল একাউন্ট খোলার নিয়ম জেনেনিন

আমাদের আজকের আর্টিকেলের বিষয় হলো পেপাল কি (What is Paypal in Bengali) এবং কিভাবে একটি পেপাল ​​একাউন্ট খুলতে হয় অথবা পেপাল ​​একাউন্ট খোলার নিয়ম কি?

PayPal কি
PayPal Account কি ?

আপনি যদি কোনো ধরনের অনলাইন ব্যবসার (online business) সাথে জড়িত থাকেন, তাহলে অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে আপনার একটি পেমেন্ট গেটওয়ের (payment gateway) প্রয়োজন হবে।

তবে আমরা যখন দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা আদান প্রদান করে থাকি অথবা আমাদের দেশের কোন ই-কমার্স (e-commerce) ওয়েবসাইট থেকে কেনাকাটা করে অর্থ প্রদাণ করে থাকি তখন আমাদের আলাদা পেমেন্ট গেটওয়ের প্রয়োজন নেই।

নিজের দেশের ভিতরে টাকা আদান প্রদানের জন্য আমরা মোবাইল ব্যাংকিং (mobile banking) পেমেন্ট মেথড (payment method) যেমন – বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করে যেকোন পণ্য বা সেবার বিল পরিশোধ করতে পারি অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেকোন লোকের কাছে টাকা পাঠাতে পারি।

এর বিপরীতে যখন আমাদের নিজের দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর বা অন্য দেশ থেকে টাকা গ্রহণ (money receive) করার কথা চলে আসে তখন আমাদের পেপাল (PayPal) এর মতো একটি third party payment gateway প্রয়োজন হয়ে থাকে।

এটাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েও (international payment gateway) বলা হয়।

এরকম অনেক থার্ড-পার্টি পেমেন্ট গেটওয়ে available আছে, কিন্তু PayPal ​​হলো সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত ইন্টারনইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলোর মধ্যে একটি।

তাহলে চলুন নিচে PayPal কি বা PayPal মানে কি? PayPal account কি? কিভাবে একটি পেপাল ​​অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা কিভাবে PayPal account খুলবো এসব বিষয়ে ভালো করে জেনে নেওয়া যাক।

পেপাল (PayPal) কি ? (What is PayPal in Bengali)

PayPal হলো অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটি আমেরিকান কোম্পানি যেটি সারা বিশ্বে অনলাইন পেমেন্ট সেবা প্রদান করে থাকে।

পাপালের মাধ্যমে একজন সাধারণ মানুষ বা ব্যবসায়ী অনলাইনে ইলেকট্রনিকভাবে মুদ্রা বা টাকা আদান প্রদান করতে পারেন।

পেপাল ​​হলো চেক (check), মানি অর্ডার (money order) ইত্যাদির মতো ঐতিহ্যবাহী কাগজের পদ্ধতি গুলোর একটি দুর্দান্ত এবং উন্নত বিকল্প।

PayPal এর মাধ্যমে যে কোন ব্যক্তি বা ব্যবসায়ী বিশ্বের যে কোন দেশ থেকে সহজেই অর্থ গ্রহণ করতে পারে বা যে কোন দেশে টাকা পাঠাতে পারে।

সহজ কথায়, PayPal হলো ​​একটি অনলাইন পেমেন্ট সিস্টেম (Online Payment System) বা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড (International Payment Method)।

PayPal হচ্ছে যেকোন জায়গায় টাকা পাঠানো এবং যেকোন জায়গা থেকে টাকা গ্রহণ করার একটি দ্রুত এবং নিরাপদ উপায়।

তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেপাল কি অথবা পেপাল কি?

পেপাল ​​কবে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয় ?

পেপাল ​​1998 সালের ডিসেম্বরে কনফিনিটি (Confinity) নামে একটি কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

সেই সময়ে, এই কোম্পানির কাজ ছিল হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোর (handheld devices) জন্য সুরক্ষা সফটওয়্যার (security software) তৈরি করা।

PayPal এর মূলত চার জন প্রতিষ্ঠাতা (founder) রয়েছে।

তারা হলেন ম্যাক্স লেভচিন (Max Levchin), পিটার থিয়েল (Peter Thiel), লুক নোসেক (Luke Nosek) এবং কেন হাওয়েরি (Ken Howery)।

পেপাল ​​1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কয়েক বছর পরে eBay কোম্পানি পেপালকে কিনে নেয়।

একজন ব্যক্তি যখন একটি অনলাইন ব্যবসা শুরু করেন তখন এটি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে যে, কিভাবে তিনি তার পেমেন্ট পাবেন এবং পাঠাবেন?

সাধারণত, যখন আমরা অনলাইনে কোনো কেনাকাটা করি, তখন আমরা আমাদের ডেবিট কার্ড (devid card) বা ক্রেডিট কার্ড (credit card) দিয়ে অনলাইনে টাকা প্রদান করি।

তবে যদি আমাদের পেমেন্ট গ্রহণ করতে হয়, তাহলে আমরা PayPal ​​বা Google Wallet ব্যবহার করে পেমেন্ট গ্রহণ করতে পারি।

পেপাল হলো প্রাচীনতম এবং সবচেয়ে বিশ্বস্ত অনলাইন পেমেন্ট সিস্টেম গুলোর মধ্যে একটি।

পেপালের পরিষেবা আমাদের ইন্টারনেটের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে লেনদেন করতে সহায়তা করে।

পেপালের মাধ্যমে অর্থ গ্রহণ বা প্রেরণের জন্য কোন বিশেষ লাইসেন্স বা কৌশলের প্রয়োজন নেই।

এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজের পেপাল অ্যাকাউন্ট (PayPal account) তৈরি করতে হবে।

আপনি যদি একটি পেপ্যাল ​​অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনার একটি e-mail account এবং bank account এর প্রয়োজন হবে।

আসলে PayPal ​​একটি ইমেল ঠিকানার (e-mail address) মাধ্যমে কাজ করে।

যে ইমেইল একাউন্ট দিয়ে আপনি পেপাল একাউন্ট তৈরি করবেন, আপনি যখন কাউকে টাকা পাঠাতে চাইবেন অথবা কারো কাছ থেকে টাকা গ্রহণ করতে চাইবেন তখন সেই ইমেইল আইডিটি আপনাকে ব্যবহার করতে হবে।

পেপাল ​​অ্যাকাউন্টের প্রকার – (Types of PayPal Account)

যদি আমরা পেপাল একাউন্টের শ্রেণিবিভাগ করতে যাই তাহলে আমরা সাধারণত দুই ধরনের পেপাল একাউন্ট দেখতে পারবো।

তাহলে চলুন এই দুই ধরনের পেপাল একাউন্ট এর বিষয়ে নিচে জেনে নেওয়া যাক।

Personal Account / Individual Account

আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের পেপাল অ্যাকাউন্ট ব্যক্তিগত (personal) লেনদেনের জন্য ব্যবহার করা হয়।

আপনি কেনাকাটার অর্থ সহজেই পরিশোধ করার জন্য এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

এছাড়াও এই ধরনের একাউন্টের মাধ্যমে পরিবার এবং বন্ধুদের মধ্যে সহজেই টাকা পাঠানো বা টাকা গ্রহণ করা যায়।

যদি আপনি অনলাইনে কোন প্রোডাক্ট বিক্রি করেন বা কোনও পরিষেবা প্রদাণ করে থাকেন তাহলে তাদের বিনিময়ে এই ধরনের একাউন্ট দিয়ে আপনি টাকা নিতে পারবেন।

তবে আপনি যদি ব্যবসায়ীক কাজের লেনদেনের জন্য এই personal account ব্যবহার করতে চান তাহলে এক্ষেত্রে এই ধরনের একাউন্ট বেশি সুবিধাজনক নয় এবং এর অনেক সীমাবদ্ধতা রয়েছে।

Business Account

আপনি যদি একজন অনলাইন ব্যবসায়ী হন এবং আপনি যদি আপনার কোম্পানি, ফার্ম বা গ্রুপের নামে ব্যবসা পরিচালনা করেন, তাহলে আপনাকে পেপাল ​​বিজনেস অ্যাকাউন্ট (PayPal business account) ব্যবহার করতে হবে।

এখানে আপনি আপনার কোম্পানি বা ব্যবসার নাম দিয়ে লেনদেন গুলো সম্পন্ন করতে পারেন।

এছাড়াও আপনি খুব সাধারণ ফি দিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের পেমেন্ট গ্রহণ করতে পারেন।

Note: আপনি পেপাল ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে আপনি যদি কেনাকাটা করতে বা টাকা পাঠাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং আপনি যদি টাকা পাঠাতে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন, তাহলে এক্ষেত্রে আপনাকে ফি (fee) দিতে হবে।

একটি PayPal Account বানানোর জন্য আপনার যা যা লাগবে

আপনি যদি নিজের পেপাল অ্যাকাউন্ট তৈরি (creat) করতে চান তাহলে আপনার নিম্নলিখিত 3 টি জিনিসের প্রয়োজন হবে।

  • একটি ব্যাংক অ্যাকাউন্ট (Bank account) – টাকা লেনদেনের জন্য।
  • প্যান কার্ড (PAN Card) – ভেরিফিকেশন করার জন্য।
  • ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড (Debit Card বা Credit Card) – যেকোন পেমেন্ট করার ক্ষেত্রে।

PayPal Account কিভাবে বানাবো – (পেপাল ​​একাউন্ট খোলার নিয়ম)

আপনি যদি কিভাবে পেপাল একাউন্ট তৈরি করতে হয় এ বিষয়ে জানতে চান তাহলে আজকের আর্টিকেলে আমি পেপাল একাউন্ট বানানোর নিয়ম গুলো আপনাদের দেখিয়ে দিব।

মনে রাখবেন, আপনি সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি PayPal account তৈরি করতে পারেন।

PayPal account তৈরি করতে নিচের ধাপগুলো এক এক করে অনুসরণ করুন।

ধাপ 1:

প্রথমে আপনাকে PayPal.com ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে Sign Up বাটনের উপর click করতে হবে।

এখন আপনাকে দুটি ভিন্ন অ্যাকাউন্টের প্রকার দেখানো হবে।

আপনি যে ধরনের পেপাল একাউন্ট তৈরি করতে চান, এখানে সরাসরি আপনার পছন্দ অনুযায়ী personal account বা business account নির্বাচন করতে হবে এবং “Next” বাটনের উপর ক্লিক করুন।

মনে রাখবেন, ব্যক্তিগত অ্যাকাউন্ট বা individual account এর মাধ্যমে আপনি শুধুমাত্র Payment করতে পারবেন।

তবে আপনি যদি business account তৈরি করেন তাহলে এর মাধ্যমে আপনি টাকা পাঠানো (send) এবং টাকা গ্রহণ (receive) দুটোই করতে পারবেন।

এরপর আপনাকে আপনার email address বা mobile number লিখতে বলা হবে।

Mobile number অথবা email address টাইপ করার পর সেটি ভেরিফাই (verify) করে নিতে হবে।

ধাপ 2:

এখন আপনাকে নিজের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে।

  • আপনার দেশ (country) নির্বাচন করুন
  • আপনার ইমেইল এড্রেস (email address) দিন।
  • পাসওয়ার্ড নির্বাচন করুন।
  • এবার পাসওয়ার্ড যাচাই করতে আবার সেই পাসওয়ার্ড দিন।
  • এরপর প্রদত্ত ক্যাপচা কোডটি (captcha) সাবধানে পূরণ করুন।
  • এখন আপনাকে continue করতে হবে।

ধাপ 3:

Continue এ ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন window open হয়ে যাবে।

এখানেও আপনাকে আপনার ব্যক্তিগত কিছু তথ্য (personal information) দিতে হবে।

  • প্রপথমে আপনাকে আপনার Fast name এবং middle name প্রদান করতে হবে।
  • শেষে Last Name লিখে দিতে হবে।
  • আপনার জন্ম তারিখ (date of birth) দিতে হবে।
  • আপনার দেশ নির্বাচন করতে হবে
  • এখন আপনার ঠিকানা (address) যোগ (add) করুন।আপনার রাজ্য (state) দিয়ে দিন।
  • এখন আপনাকে আপনার শহর (city) এবং পিন কোড (zip code) সঠিকভাবে দিতে হবে।
  • এবার আপনার mobile number দিন।
  • সবশেষে আপনাকে agree and creat account এর উপর click করতে হবে।

উপরে উল্লিখিত প্রতিটি ধাপ গুলো সম্পূর্ণ করার পরে, আপনার ইমেল ঠিকানায় একটি নিশ্চিতকরণ ইমেল (confirmation email) পাঠানো হবে।

এখন এই মেইলটিতে একটি confirmation link দেওয়া থাকবে, আপনার email address ভেরিফিকেশনের জন্য এই confirmation link এর উপর আপনাকে click করতে হবে।

এভাবে, আপনি খুব সহজেই আপনার পেপাল ​​অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

Link a Bank Account With Your PayPal Account

পেপ্যালের মাধ্যমে payment করার জন্য প্রথমে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে।

Bank account add করার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে।

পেপাল একাউন্টের মধ্যে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে আপনাকে “Add Bank Account” এই লিংকে ক্লিক করতে হবে।

এখন আপনি একটি ফর্ম (form) দেখতে পাবেন যেখানে আপনাকে একের পর এক আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (details) দিতে হবে।

  • আপনার bank account number লিখুন।
  • একই account number আবার পূরণ করুন।
  • IFSC কোড প্রশ্নে yes select করে দিন।
  • এখন ব্যাংকের পাসবুক বা চেক বুক থেকে আপনার IFSC দেখে নিয়ে সেটা দিয়ে দিয়ে দিতে হবে।
  • অবশেষে আপনাকে review বাটনের উপর ক্লিক করতে হবে।

সবশেষে,

যাচাইকরণের জন্য, PayPal আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে দুটি ছোট deposit করবে, যা প্রায় 24 ঘন্টার মধ্যে আপনার bank অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

পেপাল ​​আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে দুটি লেনদেন (transaction) করেছে তার সংখ্যা অবশ্যই পেপালের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে এবং এইভাবে আপনি আপনার PayPal account যাচাই (verify) করতে পারবেন।

তাহলে কিভাবে পেপাল একাউন্টে ব্যাংক একাউন্ট যোগ করতে হয় এই বিষয়ে আশা করি আপনারা ভালোভাবে জানতে পেরেছেন।

অবশ্যই পড়ুন-

আমাদের শেষ কথা,

আজকের আর্টিকেলে আমরা PayPal কি (What is PayPal in Bengali) এবং তার সাথে পেপাল একাউন্ট খোলার নিয়ম নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি।

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা International Payment System PayPal এর বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন।

পেপাল কি এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করার মাধ্যমে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *