কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায় ? (Permanently delete your Account)

গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করার নিয়ম এবং উপায়ের বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো।

কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায়
জিমেইল আইডি ডিলিট করার নিয়ম বাংলায়।

বন্ধুরা, এমনিতে আমরা সকলেই জানি যে, ইন্টারনেটে সকল ইমেইল প্লাটফর্ম (email platform) গুলোর মধ্যে জিমেইল (Gmail) হলো অন্যতম এবং সেরা একটি প্লাটফর্ম।

ইমেইল কি এ বিষয়ে আমি আগের আর্টিকেলে আপনাদের বলেছি। Gmail হলো গুগলের সার্ভিস (service)।

আপনি কি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে অনেক গুলো Gmail account আপনি already খুলে রেখেছেন এবং আপনি চাচ্ছেন যে Gamil account গুলো ব্যবহার করা হচ্ছে না সেগুলো ডিলিট করতে?

অথবা আপনার একটি জিনেইল একাউন্ট বা Google account রয়েছে এবং আপনি চাচ্ছেন এই গুগল একাউন্টটি ডিলিট করে নতুন একটি জিমেইল একাউন্ট খুলতে?

তাহলে আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখিয়ে দিবো কিভাবে জিমেইল একাউন্ট ডিলিট করা যায়? (How to permanently delete a gmail account)

এমনিতে গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম অনেক সহজ এবং এই কাজটি মাত্র কয়েক মিনিটে আপনি করতে পারবেন।

কিন্তু মনে রাখবেন, যখন আপনি আপনার জিমেইল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করে ফেলবেন তখন আপনার সেই google account এর সাথে জড়িত সকল প্রকারের ডাটা delete হয়ে যাবে এবং সেগুলো আর ফিরে পেতে পারবেন না।

যেমন, আপনি যদি সেই জিমেইল একাউন্ট এর মাধ্যমে Youtube account বা Youtube channel খুলে থাকেন তাহলে gmail account delete করার পর আপনার Youtube channel আর থাকবে না। একইভাবে আপনি যদি Google play service ব্যবহার করে থাকেন তাহলে এগুলোর আগের সব তথ্য (data) গুলো ডিলিট হয়ে যাবে।

তাই আপনার জিমেইল একাউন্ট ডিলিট করার আগে এসব বিষয়ে আগে ভালো করে ভেবে নিতে হবে।

তাছাড়া আপনার যদি পূর্বের কোন ডাটা হারানোর ভয় থাকে, তাহলে আপনি গুগল একাউন্ট এর সকল ডাটা আগে আপনার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে তারপর গুগল একাউন্ট ডিলিট করতে পারেন।

কিভাবে গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করা যায় এর সম্পূর্ণ নিয়মটি নিচে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিবো, তার আগে চলুন জেনে নিই গুগল একাউন্ট ডিলিট করলে কি হবে?

গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করার আগে কোন কোন বিষয়ের প্রতি সচেতন থাকতে হবে?

আপনার জিমেইল একাউন্টটি ডিলিট করার পর আপনার একাউন্ট এর সাথে জড়িত যে সকল গুরুত্বপূর্ণ ডাটা আপনি হারিয়ে ফেলবেন সেগুলোর বিষয়ে নিচে আমি বলে দিয়েছি।

  • যদি আপনি কোন সোশ্যাল মিডিয়া একাউন্টে আপনার জিমেইল একাউন্ট যোগ করে থাকেন তাহলে Gmail account ডিলিট করার পর সেই social media account এর password reset এবং অন্যান্য তথ্য গুলো আপনি সহজে রিকভার করতে পারবেন না। যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদি। তাই জিমেইল একাউন্ট ডিলিট করার আগে অন্য একটি একাউন্ট খুলে আপনি সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোর Gmail address আপডেট করে নিতে পারেন।
  • যদি আপনি email subscription এর মাধ্যেমে আপনার জিমেইলে প্রতিনিয়ত কোন বিষয়ে ইমেইম পেয়ে থাকেন তাহলে সেই একাউন্টটি ডিলিট করার আগে সেখানে account information change করে নিতে পারেন।
  • আপনার বর্তমান জিমেইল একাউন্ট এর যে address রয়েছে, একাউন্টটি ডিলিট করার পর নতুন জিমেইল একাউন্ট খোলার সময় একই address বা username আর ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে নতুন কোন ইউজারনেম এর মাধ্যমে একাউন্ট তৈরি করতে হবে।
  • যদি আপনি গুগল ড্রাইভে কোন প্রয়োজনীয় ফাইল, ছবি বা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে জিমেইলটি delete করার পর এই জিনিস গুলো আর ফিরে পেতে পারবেন না।
  • আপনার গুগল একাউন্টে আগের সেভ (save) করে রাখা সব কন্টাক্ট (contact) ডিলিট হয়ে যাবে।
  • গুগল একাউন্ট ডিলিট করলে Google play service বা সকল Google play data ডিলিট হয়ে যাবে। যেমন বিভিন্ন mobile game খেলার সময় আপনার সব achievements এবং scores গুলো delete হয়ে যাবে।
  • সবচেয়ে বড় কথা হলো আপনার ব্রাউজারের যেমন গুগল ক্রোম (Google chrome) বা ফায়ারফক্স (Firefox) browser এর সকল history বা bookmarks এবং ব্রাউজারে ব্যবহার করা extension গুলো remove হয়ে যাবে। এছাড়া আমরা ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সময় যেকোন সাইট ব্যবহার করার জন্য সেই ওয়েবসাইটে register বা একাউবট তৈরি করার প্রয়োজন হয়। একাউন্ট খোলার সময় আমরা যে পাসওয়ার্ড দিয়ে থাকি সেটা গুগল একাউন্টে save করার অনুমতি দিলে পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকে এবং পরবর্তীতে সেই সাইট ব্যবহারের জন্য লগিন করার সময় আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে দিতে হয় না, গুগল একাউন্টে সেভ থাকার কারণে login form বা পাসওয়ার্ড automatic পূরণ হয়ে যায়। যার কারণে আমরা প্রয়োজনীয় সাইট গুলোর একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড মনে রাখতে চাই না। কিন্তু আপনি যদি আপনার জিমেইল একাউন্টটি ডিলিট করে থাকেন তাহলে সকল সেভ করা পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলবেন।

তাহলে বুঝলেন তো একটি জিমেইল একাউন্ট ডিলিট করার আগে উপরের বিষয় গুলোর প্রতি নজর দেওয়া কতটা জরুরি। কেননা এই বিষয় গুলো খেয়াল না করে Google account delete না করলে আপনি অনেক প্রয়োজনীয় ডাটা হারিয়ে ফেলতে পারেন।

তবে, গুগল আপনাকে আপনার গুগল একাউন্টের সকল ডাটা ডাউনলোড করে নেওয়ার সুবিধা দিয়ে থাকে Download your data নামক একটি option এর মাধ্যমে।

Download your data এর সুবিধা কি?

প্রত্যেক গুগল একাউন্টে কিছু বিশেষ সুবিধা দেওয়া রয়েছে তার মধ্যে এটি হলো একটি। Download your data অপশনটির মাধ্যনে প্রত্যেক গুগল একাউন্ট ইউজার তার সম্পূর্ণ গুগল একাউন্টের backup ডাউনলোড করতে পারেন।

আমি উপরে যে Google service গুলোর কথা আপনাদের বলেছি যেগুলো আপনি একাউন্ট ডিলিট করার পর আর ফিরে পাবেন না, আপনি যদি মনে করেন যে এই ডাটা গুলো পরবর্তীকালে আপনার প্রয়োজনে আসতে পারেন তাহলে আপনি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিতে পারেন।

তাই এক্ষেত্রে Download your data নামক অপশনটি আপনার অধিক কাজে আসতে পারে।

এই অপশনটি পেতে হলে প্রথমে আপনাকে Google account এর Setting এ যেতে হবে।

এরপর Data & personalization অপশনে click করতে হবে। তারপর Download, delete or make a plan for your data >> Download your data এখানে পেয়ে যাবেন।

তাহলে চলুন এখন জেনে নিই গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম এবং উপায় স্টেপ বাই স্টেপ।

কিভাবে গুগল একাউন্ট ডিলিট করা যায়? (How to permanently delete your Google account)

নিচে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম দেখিয়ে দিবো।

এজন্য আপনার যা যা লাগবে-

  • Android Mobile বা Computer
  • Internet connection
  • যে গুগল একাউন্ট ডিলিট করবেন তার ইউজারনেম এবং পাসওয়ার্ড।

নিচে আমি কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করা যায়।

আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে একই নিয়ম ব্যবহার করতে পারবেন।

Step 1: Sign into your Google Account

প্রথমে আপনাকে googlemyaccount পেজে যেতে হবে। এরপর “Go to Google Account” এ ক্লিক করে আপনার জিমেইল একাউন্টের এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জিমেইলে Sign in বা Log in করতে হবে।

গুগল একাউন্টে লগিন করুন
আপনার গুগল একাউন্টে লগিন করুন।

এরপর আপনাকে Settings অপশনে যেতে হবে।

Step 2: Go to Data & personalization

Setting এ যাওয়ার পর বামদিক থেকে আপনাকে Data & personalization অপশনে যেতে হবে।

data & personalization এ যান
Data & personalization এ যান।

Step 3: Choose delete product

Data & personalization এ যাওয়ার পরে আপনাকে যেতে হবে Delete a service or your account অপশনে।

Delete a service or account এ যান
Delete Account অপশনে যান।

Step 4: Choose one option

এরপর আপনাকে চারটি অপশন দেখানো হবে।

যেমন delete a google service, delete your google account, download your data এবং make a plan for your datadata.

Delete your google account এ যান
Delete Google Account সিলেক্ট করুন।

যদি আপনি যেকোন একটি গুগল সার্ভিস ডিলিট করতে চান তাহলে আপনাকে Delete a Google Service এ যেতে হবে।

আর যদি আপনি সম্পূর্ণ গুগল একাউন্টটি ডিলিট করে ফেলতে চান তাহলে আপনাকে যেতে হবে Delete your Google Account অপশনের মধ্যে। আর download your data ফিচারটির বিষয়ে তো আমি উপরে আপনাদের বলে দিয়েছি।

এখন আপনাকে password page এ নিয়ে যাওয়া হবে। এখানে লেখা থাকবে To continue, first verify it’s you.

আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড দিন
আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড দিন।

এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। তারপর Next এ যেতে হবে।

Step 5: Delete your Gmail Account

এখানে আপনাকে একটি final worning দেখানো হবে আপনে গুগল একাউন্টটি ডিলিট করতে চান কিনা। এখানে উল্লেখ থাকবে All this content will be deleted.

মানে আপনার একাউন্টের সাথে জড়িত সকল ইনফরমেশন মুছে যাবে।

এরপর আপনাকে নিচে checkbox দুইটিতে টিক মার্ক দিতে হবে।

  • Yes, I acknowledged that I am still responsible for any charges incurred due to any pending financial transaction, and I understand that under certain circumstances my earnings won’t be paid out.
  • Yes, I want to permanently delete this google account and all it’s data.
Delete account এ ক্লিক করুন
Delete account এ ক্লিক করুন।

তারপর Delete account বাটনে ক্লিক করতে হবে।

Step 6: Your Google account deleted

এখন আপনাকে account delete এর confirmation page এ নিয়ে যাওয়া হবে। এখানে উল্লেখ থাকবে Your google account and all it’s data have been deleted.

অর্থাৎ আপনার গুগল একাউন্ট এবং এর সকল ডাটা ডিলিট করা হয়েছে।

এখন আপনি চাইলে ডিলিট করা একাউন্টটি আবার রিকভার করে নিতে পারবেন। তবে এজন্য সময় খুম কম থাকে। যদি আপনি একাউন্টটি পূনরায় ফিরে পেতে চান তাহলে গুগল একাউন্টটিতে আবার sign in করার মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন।

অবশ্যই পড়ুন-

আমার শেষ কথা

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম কিভাবে নিজের গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করবো তার স্টেপ বাই স্টেপ নিয়ম।

আপনার দরকার নেই এরকম কোন জিমেইল আইডি থাকেলে এভাবে আপনি সেই জিমেইল আইডি ডিলিট করতে পারবেন।

তবে মনে রাখবেন, জিমেইল আইডি ডিলিট করার আগে আপনি কোন গুরুত্বপূর্ণ গুগল সার্ভিস ব্যবহার করেছেন কিনা সেদিকে অবশ্যই নজর দিতে হবে। তাছাড়া আপনি প্রয়োজনীয় ডাটা হারাতে পারেন।

How to permanently delete my gmail account এই বিষয়ে যদি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *