Realme কোন দেশের কোম্পানি
Realme কোন দেশের কোম্পানি এই প্রশ্নটির উত্তর যদি আপনি জানতে চান তাহলে আজকের আর্টিকেলে আপনি এটা জানতে পারবেন। আজকের আর্টিকেলে আমি রিয়েলমি কোন দেশের কোম্পানি বা Realme মোবাইল কোন দেশের তৈরি, রিয়েলমি কোন দেশের ব্রান্ড এই প্রশ্নের বিষয়ে আলোচনা করব।
আমরা প্রত্যেকেই বর্তমানে মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করি। বর্তমানে অনেক গুলো মোবাইল কোম্পানি বা ব্রান্ড রয়েছে যেগুলো আমাদের ভালো মানের এন্ড্রয়েড মোবাইল ফোন প্রোভাইড করে থাকে।
কিন্তু বর্তমানে রিয়েলমি ফোনটি সকলের কাছে একটি ভালো নজরে রয়েছে।
রিয়েলমির ভালো performance সকলেরই নজর কাড়ে। বাজারে যে মোবাইল গুলো রয়েছে এগুলোর মধ্যে রিয়েলমি ভালো মানের একটি স্মার্টফোন হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত।
আর আমরা আমাদের পছন্দের মোবাইল ফোনের বিষয়ে ভালোভাবে জেনে নিতে চাই। তাই এখন আমি আপনাদের বলে দিব Realme কোন দেশের কোম্পানি বা brand এবং রিয়েলমি হঠাৎ এত জনপ্রিয় হয়ে ওঠে কেন?
Realme কোন দেশের কোম্পানি বা Realme কোন দেশের ফোন?
রিয়েলমি হলো চীনের একটি স্মার্টফোন নির্মাতা কোম্পনি। এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
এই কোম্পানির প্রতিষ্ঠা করেন স্কাই মে। তিনি ২০১৮ সালের ৪ মে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন। স্কাই মে অপ্পো কোম্পানির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
Realme কোম্পনি শুধু স্মার্টফোন উৎপাদন করে থাকেন না, স্মার্টফোন ছাড়াও অন্যান্য পণ্য গুলো যেমন, ইয়ার ফোন, ওয়্যারলেস ইয়ারফোন, স্মার্টওয়াচ, ফিটনেস ব্রান্ড, টি শার্ট, ব্যাগ, পাওয়ার ব্যাংক, স্মার্ট টিভি।
চীনে ২০১০ সালে রিয়েলমি অপ্পো রিয়েল নামে তাদের কার্যক্রম শুরু করে। এটি তখন অপ্পো (Oppo) কোম্পানির একটি উপ ব্রান্ড হিসেবে ছিলো।
২০১৮ সালে রিয়েলমি তাদের প্রথম স্মার্টফোন Realme 1 বাজারে আনার ঘোষণা প্রদান করে।
২০১৮ সালের ৩০ শে জুলাই অপ্পোর ভাইস প্রেসিডেন্ট স্কাই লি অপ্পো থেকে পদত্যাগ করেন এবং রিয়েলমি নামে একটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি ঘোষণা করেন যে, রিয়েলমি মোবাইল ব্রান্ডটি ভবিষ্যতে মোবাইল ফোনের ভালো পারফরম্যান্স এবং নজরকাড়া ডিজাইনের দিকে গুরুত্বারোপ করবে এবং তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রযুক্তি ও সৌন্দর্যে আনন্দময় জীবন উপহার দিতে এগিয়ে আসবে। আশা করি রিয়েলমি কোম্পানির ইতিহাস ভালোভাবে জানতে পেরেছেন।
রিয়েলমি কোন দেশের কোম্পানি? Realme কোন কোম্পানির ফোন
সোজা ভাবে বলতে গেলে, রিয়েলমি হলো একটি চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি অথবা এটি চীন দেশের কোম্পানি।
তো আশা করি রিয়েলমি কোম্পানি কোন দেশের এ বিষয়ে জেনে গিয়েছেন। এখন নিচে জেনে নিন রিয়েলমি খুব কম সময়ে কিভাবে এত বেশি জনপ্রিয়তা অর্জন করে।
রিয়েলমি হঠাৎ এত জনপ্রিয় হয়ে ওঠে কেন?
বলতে গেলে মাত্র দুই বছরে রিয়েলমি একটি খুবই জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ডে পরিণত হয়েছে।
কাউন্টারপয়েন্ট এর একটি জরীপ অনুযায়ী, ২০১৯ সালে তৃতীয় কোয়ার্টারে ১ কোটি স্মার্টফোন বিক্রি করেছে রিয়েলমি ব্রান্ড।
রিয়ালমি প্রথমত চীন এবং এশিয়ার কিছু দেশে যাত্রা শুরু করে। কিন্তু খুব কম সময়ের মধ্যে ইউরোপ, রাশিয়া, ভারতের বাজার গুলোতে রিয়েলমি চলে আসে।
প্রতিযোগী স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলোর চেয়ে ভালো মানের স্মার্টফোন মানুষের কাছে উপহার দিতে সক্ষম হয়েছে রিয়েলমি।
Realme খুব কম সময়ে বাজার দখল করতে পারার কিছু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো এক এক দেশের জন্য এক এক রকমের স্মার্টফোন বানিয়ে থাকে রিয়েলমি।
যে দেশের গ্রাহকরা স্মার্টফোনে যে features গুলোর প্রত্যাশা করে থাকে সে দেশে সেভাবেই স্মার্টফোন নিয়ে আসে রিয়ালমি।
রিয়ালমির অসাধারণ সব ফিচারস এর জন্য গ্রাহকদের নিকট অতি তাড়াতাড়ি একটি উন্নতমানের ব্রান্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
রিয়ালমি অন্যান্য ব্রান্ড গুলোর চেয়ে খুব কম সময়ে বাজার দখল করে নিতে পেরেছে এর ভালো performance এর কারণে। যেভাবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এর থেকে আশা করা যায় যে, আমরা খুব শিঘ্রই রিয়ালমির আরো উন্নতমানের স্মার্টফোন হাতে পেতে চলেছি।
যা আমাদের প্রযুক্তিনির্ভর জীবনকে আনন্দময় করে তুলবে।
Realme এর ওয়েবসাইট
আপনি যদি চান তাহলে আপনি রিয়েলমি এর ওয়েবসাইটে প্রবেশ করে high quality স্মার্টফোন গুলোর বিষয়ে জেনে নিতে পারেন।
Website URL: Realme
বাজারের সেরা রিয়েলমি মোবাইল কিনুন
আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অবশ্যই রিয়েলমি মোবাইল কিনে নিতে পারেন। কারণ, এই ফোনে রয়েছে ভালো ভালো সব ফিচারস যা আমাদের ভালো experience দিয়ে থাকে।
আপনি সকল রিয়েলমি মোবাইলের দাম এবং ফিচারস গুলো দেখে আসতে পারেন mobiledokan.com ওয়েবসাইট থেকে।
এখান থেকে যে মোবাইল ফোনটি আপনার পছন্দ হবে সেটি আপনি ক্রয় করতে পারেন।
আমার শেষ কথা
আশা করি Realme কোন দেশের কোম্পানি এই প্রশ্নের উত্তর আপনারা জেনে নিতে পেরেছেন।
সেই সাথে আমি রিয়েলমি মোবাইলের বিষয়ে আরো কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছি। যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন।
আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –