Vlog meaning in Bengali | Vlog মানে কি
Vlog meaning in Bengali বা Vlog মানে কি এ বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নেব।

সেই সাথে Vlog video কিভাবে তৈরি করতে হয়, কোন platform এ vlog বানানো সবচেয়ে ভালো এবং কিভাবে vlog করে টাকা আয় করা যায় এসব বিষয় নিয়েও আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করবো।
বর্তমানে ইন্টারনেটের এই যুগে সব কিছুই ইন্টারনেটের উপর নির্ভর করে থাকে। কেননা আমরা আমাদের দৈনন্দিন সকল কাজে ইন্টারনেট ব্যবহার করে থাকি।
ডিজিটাল এই যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা যেকোন তথ্য ঘরে বসে পেতে পারি।
ইন্টারনেটে বা অনলাইনে প্রায় সকল বিষয়ে প্রচুর ডিজিটাল কনটেন্ট রয়েছে।
ডিজিটাল কনটেন্ট সাধারণত চার ধরনের হয়ে থাকে। Digital content এর অন্তর্ভুক্ত হলো text content, video content, audio content এবং image content.
ইন্টারনেটে প্রচুর ব্লগ (blog) রয়েছে যেগুলো থেকে আমরা এসব content পেয়ে থাকি।
তাই ব্লগিং (blogging) আমাদের ডিজিটাল কন্টেন্ট গুলো পাওয়ার জন্য প্রচুর সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে যারা ব্লগ পোষ্ট (blog post) লিখেন তারা হলেন blogger এবং তারা ব্লগ কনটেন্ট তৈরি করার মাধ্যমে যে কাজটি করে থাকেন তা হলো blogging.
একইভাবে vlogging ও আমাদের প্রচুর প্রয়োজনীয় তথ্য প্রদান করে থাকে।
তাই আজকের আর্টিকেলে আমি vlogging মানে কি এ বিষয়ে আপনাদের সবকিছু ভালোভাবে বলে দিবো।
Vlog meaning in Bengali – Vlog মানে কি ?
বন্ধুরা Vlog শব্দটি এসেছে Video Blog বা Video Log এই শব্দ দুইটি থেকে।
তাই এই দুইটি শব্দকে ছোট করে vlog বলা হয়ে থাকে।
Vlog হলো এক ধরনের ভিডিও কনটেন্ট যার মাধ্যমে vlogger রা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকেন।
বর্তমান সময়ে এই vlog ভিডিওগুলোর চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং vlogger রা সকলের কাছে অধিক পরিচিত হয়ে উঠছেন।
কারণ বর্তমানে ডিজিটাল কনটেন্ট যেমন, text content এবং video content এর মধ্যে লোকেরা text content এর video content অধিক পছন্দ করে থাকেন। (এখানে টেক্সট কনটেন্ট বলতে বোঝানো হচ্ছে লেখাকে আর্টিকেল অথবা নিবন্ধ)
কেননা যেকোন একটি বিষয় বা টপিক টেক্সট কনটেন্ট এর চেয়ে ভিডিও কনটেন্ট এর সাহায্যে অনেক সহজেই বোঝা সম্ভব।
তাই বর্তমানে যেসকল vlogger রা তাদের vlog ভিডিওগুলো তৈরি করছেন এবং দর্শকদের কাছে নতুন নতুন তথ্য প্রদান করছেন তাদের চাহিদা প্রচুর পরিমণে বেড়ে গিয়েছে।
সোজা ভাবে Vlog মানে কি ? Vlog meaning in Bengali
একদম সহজভাবে বলতে গেলে vlog মানে হলো এক ধরনের ভিডিও যেখানে বিভিন্ন নতুন নতুন জিনিসগুলো আমাদের দেখানো হয় এবং কোন একটি নির্দিষ্ট বিষয়ে আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।
যেমন, travel vlogger রা নতুন নতুন স্থানে বেড়াতে যান এবং ক্যামেরা দিয়ে সেই স্থানের ভালো ভালো জিনিসগুলো ভিডিও করেন। ভিডিওতে তিনিও ক্যামেরার সামনে আসেন এবং জায়গাটির সেসব জিনিস নিয়ে কথা বলে থাকেন এবং এতে আমরা সেই স্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারি।
কিভাবে একজন Vlogger হওয়া যায়?
আপনি যদি একজন vlogger হতে চান তাহলে আপনার তেমন বেশি কিছু অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।
আপনি যেকোন বিষয়ে বা টপিকের উপরে vlog বানাতে পারেন।
vlog হলো এক ধরনের live videography যেখানে আপনাকে ক্যামেরার সামনে কথা বলতে হবে এবং তথ্যগুলো ভালোভাবে দর্শকদের সামনে ভিডিওতে উপস্থাপন করতে হবে।
তাই সঠিকভাবে ভিডিওতে তথ্য বা আলোচনা উপস্থাপন করার দক্ষতা আপনার থাকলেই আপনি vlog বানানো শুরু করে দিতে পারবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন vlog বানাতে থাকলে আপনিও একজন vlogger হয়ে উঠতে পারবেন।
আপনি যদি vlogger হতে চান তাহলে কোন বিষয় নিয়ে আপনি vlog তৈরি করবেন এ সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার। নিচে আমি vlog এর প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনি এগুলোর মধ্যে যেকোন টপিকের উপর vlog বানাতে পারেন।
Vlog কত প্রকার – Types of vlog
Vlog কে সাধারণত দুই ধরনের বলা হয়ে থাকে যেমন Personal vlog এবং live broadcasting vlog
Personal vlog কি ?
personal vlog বলতে বোঝানো হয়ে থাকে আপনি নিজের ইচ্ছামত vlog content বানাতে পারবেন। অর্থাৎ আপনার যে বিষয়ের উপর ভালো জ্ঞান বা দক্ষতা রয়েছে যে বিষয় বা টপিকের উপর vlog content creat করতে পারেন।
এরপর জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে আপনার content publish করতে পারেন।
এই personal vlog কয়েক ধরনের হয়ে থাকে। চলুন নিচে এ বিষয়ে জেনে নেওয়া যাক।
Travel Vlog
travel vlog মানে কি? বন্ধুরা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় vlog হলো travelling vlog.
এখানে travelling vlogger রা নতুন নতুন আকর্ষণীয় জায়গায় ঘুরতে বা বেড়াতে গিয়ে থাকেন এবং সাথে ক্যামেরা সাথে নিয়ে থাকেন।
সেই জায়গায় সুন্দর দৃশ্যগুলোর ভিডিও তাদের face সহকারে করে থাকেন এবং সেই জায়গাটি সম্পর্কে ভিডিওতে তথ্য দিয়ে থাকেন।
বর্তমানে অন্যান্য vlog গুলোর মধ্যে travelling vlog এর চাহিদা প্রচুর।
যেহেতু এই ভিডিওগুলোতে দর্শনীয় স্থানগুলোকে উপস্থাপন করা হয় তাই এই ভিডিওগুলো মানুষ দেখতে অধিক পছন্দ করে থাকেন।
Farming vlog
আপনি যদি vlog বানাতে চান তাহলে আপনি farming এর বিষয়ে ভিডিও বানাতে পারেন।
কেননা এই বিষয়ে বর্তমানে খুব কম পরিমাণে vlogger রয়েছেন।
এখানে আপনি কৃষি ও চাষের বিষয়ে দর্শকদের বলতে পারেন। যেমন, বিভিন্ন ফষল সম্পর্কে বলতে পারেন।
প্রচুর পরিমাণে লোকেরা এই ভিডিওগুলো দেখা থাকেন।
Food recipe vlog
বন্ধুরা আমরা প্রতিনিয়ত খাবার খেয়ে থাকি। বেচে থাকার জন্য খাবার খাওয়া অবশ্যই প্রয়োজন। তাই বর্তমানে recipe vlog প্রচুর জনপ্রিয়।
কেননা এখানে যেকোন একটি recipe কিভাবে তৈরি করতে হয় তা step by step দেখিয়ে দেওয়া হয়ে থাকে।
বর্তমানে হাজার হাজার লোকেরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করছেন। আর recipe vlog এ লক্ষ লক্ষ কোটি কোটি দর্শকেরা প্রবেশ করে থাকেন।
তবে এই কাজটি করতে হলে আপনার অবশ্যই recipe বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকতে হবে।
Street marketing vlog
এই ধরনের vlog আপনি মার্কেটে বা বাজারে তৈরি করতে পারেন। বিভিন্ন মোবাইলের দোকানে বা আরো বিভিন্ন দোকানে আপনি ভ্লগ করতে পাররে পারেন। দর্শকদের বিভিন্ন জিনিস দেখাতে পারেন।
বলতে গেলে এই টাইপের ভ্লগেরও প্রচুর চাহিদা রয়েছে।
Live broadcasting vlog
বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের personal vlog এর বিষয়ে বলেছি।
এখন live broadcasting vlog বলতে বোঝানো হয় যে, যেকোন বিষয়ে তথ্য সরাসরি live video এর মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে।
অর্থাৎ এই করার সময় লাইভ ক্যামেরা চালু থাকে।
বিভিন্ন কোম্পানি বা লাইভ ক্লাসের ভ্লগগুলোকে live broadcasting vlog বলা হয়ে থাকে।
Vlog video আপলোড করার জন্য কোন প্লাটফর্ম সবচেয়ে ভালো ?
উপরে আমি vlog কাকে বলে বা vlog meaning in Bengali এবং vlog কত প্রকারের এ বিষয়ে আপনাদের সবকিছু ভালোভাবে বলে দিয়েছি।
এখন জানবো এটি আপলোড কোথায় করবো ?
আমরা জানি Youtube একটি সেরা এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। এখানে যেকেউ চ্যানেল খুলে ফ্রিতে তাদের ভিডিও আপলোড করতে পারে।
আর ইউটিউবে প্রতিদিন প্রতিদিন মিলিয়ন মিলয়ন মানুষ ভিজিট করে ভিডিও দেখার জন্য।
তাই আপনার vlog দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শক ইউটিউবে রয়েছে।
আপনি যে বিষয়ে vlog বানাতে চান সে বিষয়ে প্রথমে আপনাকে একটি চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।
তারপর আপনি যে vlog ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে।
Vlog বানিয়ে কিভাবে টাকা আয় করা যায়?
বন্ধুরা আমরা জানি যে কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায়।
আমরা চাইলে যেকেউ ইউটিউবে চ্যানেল খুলে সেখানে আমাদের ভিডিও আপলোড করতে পারি। আর আমাদের আপলোড করা ভিডিও মনিটাইজ করানোর মাধ্যমে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারি।
আমাদের ইউটিউব চ্যানেলে যখন যখন ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখন আমরা চ্যানেল মনিটাইজেশনের জন্য aply করতে পারি।
চ্যানেল মনিটাইজেশন enable হয়ে গেলে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করা যায়।
তাই আপনি যদি interesting vlog video তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে লোকেরা আপনার ভিডিওগুলো দেখবেন এবং আপনার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর এভাবে পরবর্তীতে আপনি ইউটিউবে vlog ভিডিও আপলোড করার মাধ্যমে অর্থ উপার্জন করা শুরু করে দিতে পারবেন।
- ইউটিউব মনিটাইজেশন কি ? চ্যানেল মনিটাইজেশনের নিয়ম
- ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
- ইউটিউব থেকে টাকা তোলার উপায়
মনে রাখবেন vlog বানিয়ে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং অনেকেই করছেন।
Vlog বানানোর জন্য কি কি লাগবে?
আপনি যদি ভ্লগ ভিডিও বানাতে চান তাহলে আপনার কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন হবে। যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে আমি নিচে সংক্ষেপে বলে দিয়েছি।
Camera
প্রথমত ভ্লগ বানানোর জন্য আপনার একটি ক্যামেরা অবশ্যই প্রয়োজন হবে। তবে নতুন অবস্থায় ক্যামেরা না কিনলেও কোন সমস্যা নেই। বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা অনেক উন্নত মানের। আপনার যদি একটি ভালো মোবাইল ফোন রয়েছে তাহলে সেটি দিয়েই আপনি কাজ চালিয়ে যেতে পারবেন।
Computer / Laptop
Vlog ভিডিও সম্পূর্ণভাবে বানাতে হলে ভিডিও এডিটিং অবশ্যই করতে হবে। আর এজন্য একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আপনার ভিডিও এডিটিং করতে অনেক সুবিধা হবে।
তবে বর্তমানে স্মার্টফোন দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়।
Sound quality
যেহেতু আপনি ভ্লগ বানাবেন এবং ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
এজন্য আপনার একটি ভালো microphone বা mic লাগবে।
বন্ধুরা উপরে উল্লেখিত জিনিসগুলো থাকলেই আপনি vlog বানানোর কাজ শুরু করে দিতে পারবেন।
- ঘরে বসে টাকা আয় করতে চাই | সেরা অনলাইন ইনকাম পদ্ধতি গুলো কি কি
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা এন্ড্রয়েড অ্যাপস গুলো
সর্বশেষ
Vlog মানে কি, Vlog কাকে বলে বা Vlog meaning in Bengali এ বিষয়ে আমার এই আর্টিকেলটি অবশ্যই আপনার ভালো লেগেছে।
কেননা এই আর্টিকেলে আমি vlog সম্পর্কে সবকিছু আপনাদের বলে দিয়েছি।
আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
ভাই তুমি এই পোস্ট টা Delete করো না হলে আমি Google Bot এ Copyright Claime করবো।
25/05/2022 তারিখের মধ্য না ডিলেট করলে তোমার ব্লগের উপর Action নেব।
হ্যালো ব্রাদার, আপনি আমার এই কনটেন্ট টাকে সম্পুর্ণ নিজের বলে আমাকে ডিলিট করতে বলছেন।
কিন্তু ভাই, কনটেন্ট টা আসলে কপি করে লিখা হয় নাই। আপনি একটু আমাকে বলুন যে, কোন জায়গায় হুবহু কপি করা হয়েছে অথবা আপনার এই অরিজিনাল কনটেন্টের লিংক টা দিন।
আসলে যখন আমরা কনটেন্ট লিখি তখন কিছু ব্লগ পোস্ট অবশ্যই পড়ে থাকি এবং সেই বিষয়ে ভালোভাবে ধারণা নিই। কিন্তু সম্পুর্ন কনটেন্ট এর লিখা এক হতে পারে না।
আপনি আপনার অরিজিনাল কনটেন্ট টার লিংক টা দিন। যে জায়গা গুলো কপি হয়ে গেছে, সেগুলো আমি আপডেট করার চেষ্টা করবো।
ধন্যবাদ ভাই।