Yoast SEO কি ? এটা কিভাবে কাজ করে
Yoast SEO কি ? (What Is Yoast SEO In Bengali) এ বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত ভাবে জেনে নিব।
বন্ধুরা, আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তাহলে আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস থিম (theme) এবং প্লাগিন (plugin) এর বিষয়ে জেনে থাকবেন। “Yoast SEO” হলো এরকম একটি WordPress SEO Plugin।
এই plugin টি আপনার কনটেন্ট অপটিমাইজ (optimize) করার একটি বিনামূল্যের এবং সহজ উপায়, যাতে আপনার ওয়েবসাইটকে সহজেই সার্চ ইঞ্জিন (search engine) গুলোতে খুজে পাওয়া যায়।
তাহলে চলুন ভালো করে জেনে নেওয়া যাক Yoast SEO কি বা Yoast SEO Plugin কাকে বলে?
Yoast SEO কি বা Yoast SEO প্লাগিন কি ?
Yoast SEO হলো একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন যা সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের ranking improve করতে সাহায্য করে, আপনাকে আপনার সাইটের কনটেন্ট এবং কীওয়ার্ড (keyword) গুলো ভালোভাবে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে সাহায্য করে।
Yoast SEO সাধারণত স্বয়ংক্রিয় ভাবে বা নিজে নিজেই সকল কাজ করে থাকে।
তবে এই প্লাগিনটি আপনার ওয়েবসাইটে প্রথম ইন্সটল করে setup করার সময় প্রয়োজনীয় কিছু সেটিংস কনফিগার (configure) করে নিতে হয়।
>> Get Yoast SEO (WordPress SEO Plugin) Here
Yoast SEO কিভাবে কাজ করে ?
Yoast SEO প্লাগিন একবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হয়ে গেলে, আপনার তৈরি করা প্রতিটি পেজ এবং পোস্টে Yoast SEO প্লাগইন এর দ্বারা কিছু নতুন অপশন বা ফাংশন তৈরি হবে।
Yoast SEO Plugin দ্বারা তৈরিকৃত এসব এক্সট্রা ফিচার গুলোর মাধ্যমে আপনার ওয়াবসাইটের প্রতিটি আর্টিকেলকে আপনি সার্চ ইঞ্জিন গুলোর search result-এর প্রথম পেজে দেখানোর জন্য ভালোভাবে optimize করে নিতে পারবেন।
এই প্লাগইনটি আপনাকে একটি স্কোর (score) প্রদাণ করে, আপনাকে বলে যে কী কী সমস্যা রয়েছে এবং SEO এর জন্য আপনার কনটেন্ট গুলোকে কিভাবে আরও উন্নত করা যায়।
Yoast SEO এর মূল সুবিধা এবং টুল গুলো
ওয়েবসাইটে Yoast SEO প্লাগিন ব্যবহারের অনেক গুলো সুবিধা রয়েছে এবং এর মাধ্যমে আমরা আমাদের ওয়েসাইটের প্রতিটি আর্টিকেলের অন পেজ এসইও (on page seo) অনেক সহজেই করে ফেলতে পারি।
তাহলে চলুন Yoast SEO এর কিছু মূল বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক।
Focus Keyphrase
এটি হলো সেই keyphrase বা কীওয়ার্ড যেটিকে আপনি আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট পেজ বা আর্টিকেলের জন্য সার্চ ইঞ্জিনে rank করতে চান।
আপনার focus keyphrase কীওয়ার্ড রিসার্চ (keyword resesrch) করার মাধ্যমে বেছে নেওয়া উচিত।
Google Preview
এই section -টি সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইট কীভাবে প্রদর্শিত হবে তার একটি পূর্বরূপ প্রদর্শন করে।
Edit snippet-এ ক্লিক করে, আপনি যেকোন পেজের SEO টাইটেল বা শিরোনাম এবং Meta description কাস্টমাইজ করতে পারেন।
এই টুলটি আপনাকে আপনার কীওয়ার্ড মাথায় রেখে লেখার উপর ফোকাস করতে সাহায্য করে।
Social Media Preview
আপনি যখন আপনার ওয়েবসাইটের একটি পৃষ্ঠার সাথে লিঙ্ক করে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেন, তখন প্রায়ই সেই লিঙ্কটির একটি পূর্বরূপ দেখা যায়।
এটিতে একটি ফটো বা বৈশিষ্ট্য চিত্র, পোস্টের শিরোনাম এবং একটি বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে৷ Yoast SEO (Premium) প্লাগইনের এসইও ট্যাব থেকে শিরোনাম এবং বিবরণ টেনে আনে যদি না আপনি সোশ্যাল মিডিয়ার জন্য প্রিভিউ কাস্টমাইজ করতে চান।
এই প্লাগইন আপনাকে একটি শিরোনাম, বিবরণ লিখতে এবং একটি ছবি আপলোড করতে দেয়, বিশেষত সোশ্যাল মিডিয়ার জন্য৷
Content Readability
এই প্লাগিনটি আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলোর read ability অথবা user experience উন্নত করতে সাহায্য করে থাকে।
Sitemap
তাছাড়া আপনি হয়তো জেনে থাকবেন একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimisation) বা এসইও এর জন্য একটি সাইটম্যাপ (sitemap) থাকা কতটা গুরুত্বপূর্ণ।
সাইটম্যাপের মধ্যে একটি ওয়েবসাইটের আয়ত্বে থাকা প্রতিটি ইউআরএল বা লিংক সাজানো থাকে।
আর সার্চ ইঞ্জিন গুলো যখন কোন ওয়েবসাইটকে ইন্ডেক্স করে তখন search engine crowler প্রথম ওয়েবসাইটের সাইটম্যাপে প্রবেশ করে এবং নতুন লিংক সম্পর্কে জানতে পারে। এরপর সেই লিংক গুলোকে ইন্ডেক্স করে নেয়।
Yoast SEO নিয়ে আমাদের শেষ কথা
বন্ধুরা আপনি যদি আপনার ওয়েবসাইটের SEO করার জন্য একটি ভালো এসইও প্লাগিন ব্যবহার করার কথা ভাবছেন, তাহলে আপনি নিশ্চিন্তে Yoast SEO প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
কেননা ওয়ার্ডপ্রেসে যতগুলো SEO Plugin রয়েছে সেগুলোর মধ্যে এই প্লাগিনটি সেরা।
আমি আমার সকল ওয়েবসাইটে এই প্লাগিনটি ব্যবহার করে থাকি।
আপনি আপনার ওয়েবসাইটের গুগল সার্চ র্যাংকিং বৃদ্ধি করার জন্য অবশ্যই Yoast SEO প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
তাহলে বন্ধরা, Yoast SEO কি বা What is Yoast SEO in Bangla এই বিষয়ে আজকের এই আর্টিকেলটিতে আশা করি আপনি জানতে পেরেছেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন।